
রাত জেগে সিরিয়াল দেখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ধারাবাহিক দেখতে বেশ পছন্দ করেন। দিনে একটা নির্দিষ্ট সময় তিনি এই যাবত ব্যয়ও করে থাকেন।
সম্প্রতি নিউজ ১৮ বাংলার বিশেষ শোয়ে এসে এ প্রসঙ্গে মুখ খোলেন মমতা। অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য দর্শক আসন থেকে প্রশ্ন করেন– আপনি এত ব্যস্ততার মধ্যে প্রতিদিন রাতে সিরিয়াল দেখেন। আপনার পছন্দের দুই সিরিয়ালের নাম, আর দুই অভিনেতা-অভিনেত্রীর নাম বলবেন?
অম্বরীশের প্রশ্নের উত্তরে মমতা বলেন, আমি যাদের নাম বলব না, তারা আমাকে ধরবেন। আমার পছন্দের নায়ক তুমি। অম্বরীশ খুব ভালো অভিনয় করে। রোশনাই ধারাবাহিকে চরিত্রটা আমার খুব ভালো লাগে। বাকি প্রতিটা ধারাবাহিকই আমার পছন্দের।
সব শুনে রীতিমত অবাক অম্বরীশ। অভিনেতা আরও এক প্রশ্ন তোলেন– এত এনার্জি পান কোথা থেকে? উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অনেক কিছু দেখি। শুনি। রাত ২টা পর্যন্ত এসবই করি। এটাই আমার রুটিন হয়ে গেছে। তবে মারপিঠ ভালো লাগে না। দেখলেই চ্যানেল বদলে ফেলি।