
আবাসন নিয়ে রাজনৈতিক যুদ্ধ চলমান রয়েছে। ট্রুডো সরকার বলছে, কনজার্ভেটিভরা ক্ষমতায় এলে মিউনিসিপালিটিগুলো বিপুল পরিমাণ তহবিল খোয়াবে। কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর সোমবার তার সর্বশেষ আবাসন সংক্রান্ত প্রতিশ্রুতি প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, পরবর্তী নির্বাচনে যদি তার দল সরকার গঠন করে তাহলে ১০ লাখ ডলারের কম মূল্যের নতুন বাড়ি বিক্রির ক্ষেত্রে জিএসটি বাতিল করবেন তিনি।
পয়লিয়েভর বলেন, তিনি হাউজিং অ্যাকসেলারেটর ফান্ড এবং দ্য হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বাতিল করবেন।
এ ধরনের পরিবর্তনের ফলে সারাদেশের ১৭৮টি কমিউনিটির ওপর যে প্রভাব পড়বে সে ব্যাপারে সতর্ক করেছে আবাসনমন্ত্রী শন ফ্রেজারের কার্যালয়। বলা হয়েছে, অ্যাকসেলটর ফান্ড এরই মধ্যে কমিউনিটিগুলোতে ১২০ কোটি ডলার জোগান দিয়েছে এবং আরও ৩০০ কোটি ডলার তহবিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হাজারো বাড়ি নির্মাণে সহায়তার জন্য এই তহবিল যাবে।
লিবারেলদের দাবি, কনজার্ভেটিভদের তহবিল কর্তনের এই পরিকল্পনা নিয়ে বহু মেয়র উদ্বিগ্ন। লিবারেল এমপি অ্যাডাম ভ্যান কোয়েভারডেন হাউস অব কমন্সে বলেন, তাদের মধ্যে রয়েছেন রিচমন্ড হিলের মেয়র, কিংস্টনের মেয়র, থান্ডার বের মেয়র, সেন্ট জন’সের মেয়র, সাস্কাটুনের মেয়র, সারের মেয়র, ক্যাম্ব্রিজের মেয়র, ব্যারির মেয়র। আমি আরও আরও নাম বলতে পারি।
হাউজিং অ্যাকসেলারেটর তহবিলের মোট যে অর্থ তার বৃহদাংশ পায় কানাডার বড় শহরগুলো। এর মধ্যে টরন্টো পায় ৪৭ কোটি ১০ লাখ ডলার, ক্যালগেরি ২২ কোটি ৮০ লাখ ডলারের চুক্তি করেছে, অটোয়া পাবে ১৭ কোটি ৬০ লাখ ডলার, এডমন্টন পাবে ১৭ কোটি ৫০ লাখ ডলার, উইনিপেগ পাবে ১২ কোটি ২০ লাখ ডলার, ভ্রানকুভার ১১ কোটি ৪০ লাখ ডলার, সারে ৯ কোটি ৫০ লাখ এবং হ্যালিফ্যাক্স পাবে ৭ কোটি ৯০ লাখ ডলার। সাবআরবান কমিউনিটি এবং ছোট শহরগুলোর জন্যও আরও বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
কনজার্ভেটিভদের দাবি, এই অর্থায়ন কর্মসূচিগুলো আবাসন সংকট নিরসনে ব্যর্থ হয়েছে এবং যারা নতুন বাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা বড় ধরনের সুবিধা দেবে।
কনজার্ভেটিভ এমপি জন ব্র্যাসার্ড বলেন, ৮ লাখ ডলারের একটি বাড়ির ক্ষেত্রে বাড়ির মালিক সাশ্রয় করতে পারবেন ৪০ হাজার ডলার এবং বছরে মর্টগেজ পেমেন্ট সাশ্রয় হবে ২ হাজার ২০০ ডলার।
কনজার্ভেটিভ পার্টি আরও ইসাব করেছে যে, তাদের এই পরিকল্পনায় বছরে ৩০ হাজার নতুন বাড়ি নির্মাণ করবে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.