-5.5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

ট্রাম্পের জয়ে কানাডিয়ান অর্থনীতি নিয়ে উদ্বেগ

ট্রাম্পের জয়ে কানাডিয়ান অর্থনীতি নিয়ে উদ্বেগ
সব আমেরিকান পণ্য আমদানিতে ১০ শতাংশ সার্বজনীন কর আরোপের ব্যাপারে ট্রাম্পের প্রতিশ্রুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিছু কানাডিয়ান ব্যবসায়ী নেতা

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরছেন, ঘুম থেকে উঠে এই সংবাদই প্রথম শুনেছেন কানাডিয়ানরা। ট্রাম্পের সংরক্ষণবাদী অবস্থান তার দ্বিতীয় মেয়াদে কানাডা-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক কেমন হবে তার ওপর আলো ফেলছে।

সব আমেরিকান পণ্য আমদানিতে ১০ শতাংশ সার্বজনীন কর আরোপের ব্যাপারে ট্রাম্পের প্রতিশ্রুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিছু কানাডিয়ান ব্যবসায়ী নেতা। গত মাসে প্রকাশিত কানাডিয়ান চেম্বার অব কমার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই শুল্ক কানাডিয়ান অর্থনীতিকে সংকুচিত করবে, যার ফল অর্থনৈতিক ক্ষতি হবে বছরে ৩ হাজার কোটি ডলার। কানাডিয়ান পণ্য রপ্তানির ৭৭ শতাংশের বেমি যায় যুক্তরাষ্ট্রে।

- Advertisement -

কানাডিয়ান ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্সের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেনিস ডার্বি বলেন, ট্রাম্প ব্যাপকহারে শুল্ক আরোপ করলে কানাডার উৎপাদন খাত বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। কানাডার অভ্যন্তরে সবচেয়ে বেশি ব্যবসা হয় এই খাতে।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ স্বার্থ, এটা আমাদের সর্বোত্তম স্বার্থ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা সমগ্র উত্তর আমেরিকার ভোক্তাদের জন্য।

আমেরিকান অর্থনীতিবিদরাও সতর্ক করে দিয়েছেন যে, ট্রাম্পের পরিকল্পনা মূল্যস্ফীতি এবং সম্ভাব্য মন্দার কারণ হতে পারে, কানাডার ওপর যার প্রভাব রয়েছে।

ডার্বি বলেন, ব্যাপকভিত্তিক শুল্কের কারণে যে মূল্যস্ফীতির বোঝা চূড়ান্তভাবে তা টের পাবেন ভোক্তারা। শুল্কের কারণে ব্যয় বেড়ে যাবে এবং শেষ পর্যন্ত তা পণ্যমূল্য বাড়াবে। সুতরাং, এজন আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে ২০২২ সালে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৯৬ হাজার ৯০ কোটি ডলার, যা বিম্বব্যাপী বাণিজ্যের প্রায় দুই-তৃতীয়াংশ। স্ট্যাটটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, ওই বছর বিশ্বব্যাপী কানাডার সামগ্রীক বাণিজ্যের পরিমাণ ছিল ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।

- Advertisement -

Related Articles

Latest Articles