
প্রযুক্তি যত এগোচ্ছে ডেটিংয়ের পদ্ধতিও বদলাচ্ছে
প্রেমের ভাষায় ঢুকে পড়ছে নতুন শব্দ। কভিড পরবর্তী সময় থেকে বাড়ছে এসব শব্দ ব্যবহারের চল, যার অস্তিত্ব কোনো অভিধানে নেই। যেমন ‘সিচুয়েশনশিপ’, ‘ব্রেডক্রাম্বিং’, ‘থ্রোনিং’, ‘রেড ফ্ল্যাগ’ ইত্যাদি। কেউ কেউ এসব শব্দের অর্থ জানেন, কেউ দৈনন্দিন জীবনে ব্যবহার করেন, আবার কারো কাছে বিষয়টি নতুন। আর এর মধ্যেই ঢুকে পড়েছে আরও একটি নতুন শব্দ ‘ন্যানোশিপ’।
লিটল থিঙ্কস নাকি ন্যানোশিপ
ন্যানোশিপ শব্দটার সঙ্গে পরিচিত না হলেও ‘লিটল থিঙ্কস’ সম্পর্কে অনেকেই জানেন। ছোট ছোট বিষয়, মুহূর্তের মধ্যে অনেকেই আনন্দ খুঁজে পান। এভাবেই সম্পর্ক মজবুত হয়। সেই রকমই কিছুটা ‘ন্যানোশিপ’ কিন্তু আলাদা। দৈনন্দিন জীবন থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের দেখা হয়। কীভাবে দেখা হচ্ছে এবং কীভাবে যোগাযোগ স্থাপন হচ্ছে সেটাই বর্ণনা করা হয় ন্যানোশিপ দিয়ে।
ভার্জিনিটি ফিরে পেতে সাড়ে ২২ লাখ টাকার অপারেশন!ভার্জিনিটি ফিরে পেতে সাড়ে ২২ লাখ টাকার অপারেশন!
ধরা যাক, বাসে আপনার সঙ্গে একজন অপরিচিত মানুষের দেখা। আপনি তার দিকে তাকিয়ে হাসলেন। সেও সাড়া দিলো। এই হাসি আদান-প্রদানই দুজনের মুড ভালো করে দিলো, তাই এটিই ন্যানোশিপ। ওই ব্যক্তির সঙ্গে আপনার হয়তো আর দেখা হবে না। কিন্তু তার হাসিটা আপনাকে ক্ষণিকের জন্য হলেও আনন্দ দিয়ে গেল।
প্রেম, ডেটিং থেকে আলাদা ন্যানোশিপ
জীবনে অনেক মানুষই এমন ছোট ছোট আনন্দ দেয়। এই পদ্ধতিকেই বলা হচ্ছে ন্যানোশিপ। গতানুগতিক প্রেম, ডেটিং, রিলেশনশিপ থেকে আলাদা এই ন্যানোশিপ। এখানে চাওয়া-পাওয়া নেই। শুধু ভালো লাগা। ধরুন, আপনি কোথাও বেড়াতে গিয়েছেন। সেখানে আরেক ভ্রমণপিপাসুর সঙ্গে দেখা। দুজন মিলে খুব গল্প করলেন। এতে দুজনই আনন্দ পেলেন। এটাই ন্যানোশিপ, যা সম্পর্কের ক্ষেত্রেও কাজ করতে পারে। তবে সেটা কাজ করে লিটল থিঙ্কসের মতো।
প্রযুক্তি যত এগোচ্ছে ডেটিংয়ের পদ্ধতিও বদলাচ্ছে। কয়েক বছর আগে পর্যন্ত অনলাইনে মনের মানুষের সঙ্গে দেখা হতো ফেসবুক, ইনস্টাগ্রামে। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এখন পার্টনার খোঁজা হয় ডেটিং অ্যাপে। সেরকমই একটি ডেটিং অ্যাপ টিন্ডার। টিন্ডারের এক সমীক্ষা থেকেই ন্যানোশিপ শব্দের জন্ম।
ইরানে হিজাব না পরলে মৃত্যুদণ্ড, প্রেসিডেন্ট বলছেন ‘অসন্তোষ বাড়বে’ইরানে হিজাব না পরলে মৃত্যুদণ্ড, প্রেসিডেন্ট বলছেন ‘অসন্তোষ বাড়বে’
মানুষ গতানুগতিক প্রেম চাইছে না
টিন্ডারের বছর শেষের রিপোর্ট ইয়ার ইন সোয়াইপে ‘ন্যানোশিপ’-এর উল্লেখ ও ব্যাখ্যা রয়েছে। ১৮-৩৪ বয়সী প্রায় ৮ হাজার সিঙ্গেল ও সম্পর্কে থাকা মানুষের মধ্যে করা সমীক্ষায় দেখা গেয়েছে, ছোট ছোট কথাও মানুষের কাছে খুবই অর্থপূর্ণ, যা রোম্যান্টিক নয়।
আজকের দিনে দাঁড়িয়ে অনেক সিঙ্গেল মানুষই মনে করেন, অচেনা মানুষের সঙ্গে কাটানো ছোট্ট মুহূর্ত জীবনে আনন্দ এনে দেয়। এখান থেকেই ন্যানোশিপের জন্ম।
অন্যদিকে সময়ের সঙ্গে মানুষ গতানুগতিক প্রেম আর চাইছে না। কিন্তু ভালোবাসা পেতে কার না ভালো লাগে। তাই কোনো সম্পর্কে না জড়িয়ে, কোনো প্রতিশ্রুতি ছাড়াই মানুষের সঙ্গে মিশতে চাইছে। এই কাজটাকে সহজ করে দিচ্ছে ন্যানোশিপ। শব্দটা তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যারা ইন্ট্রোভার্ট এবং সমাজ থেকে বিচ্ছিন্ন। সমীক্ষায় দেখা গেছে যারা সম্পর্কে না জড়িয়ে ভালোবাসা ও ইন্টিমেসি চান, তাদের মধ্যে ন্যানোশিপ শব্দটা জনপ্রিয়।