0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

দুই দম্পতির পরকীয়া: একে অপরের স্ত্রীকে নিয়ে হোটেলে এসে ধরা

দুই দম্পতির পরকীয়া: একে অপরের স্ত্রীকে নিয়ে হোটেলে এসে ধরা
সংগৃহীত ছবি

একান্তে সময় কাটাতে এসে অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হলেন দুই দম্পতি। এমন সত্যি সামনে আসবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। একে অপরের স্ত্রীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে ধরা পড়ে গেলেন দুই যুবক। এমনই বিবাহিত চার নারী-পুরষের পরস্পরের প্রতি প্রতারণার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়েছে। সেই ঘটনারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে। দুই দম্পতির ‘বিবাহ-বহির্ভূত সম্পর্ক’ ফাঁস হয়ে যাওয়ার পর যে নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে তা দেখে বিস্মিত নেটিজেনরা।

হোটেলের সিসিটিভির একটি ফুটেজে দেখা গেছে, এক জোড়া তরুণ-তরুণী সেই হোটেলে প্রথমে একটি ঘরে প্রবেশ করার পরমুহূর্তেই আরও এক দম্পতি সেখানে আসেন। অন্য একটি ঘরে প্রবেশ করার আগে প্রথম দম্পতির ঘরের বাইরে ছেড়ে রাখা জুতা দেখে সন্দেহ হয় দ্বিতীয় যুবকের। দরজায় নক করতেই প্রথম যুবক বেরিয়ে এসে কথাবার্তা বলতে শুরু করেন। দ্বিতীয় যুবকের সঙ্গে আসা তরুণী হঠাৎ বেরিয়ে আসতেই চমকে ওঠেন প্রথম যুবক। যুবককে দেখে ছুটে পালান দ্বিতীয় তরুণী। কারণ ওই যুবক তার স্বামী।

- Advertisement -

পরের দৃশ্য আরও নাটকীয়, দুই যুবকের হাতাহাতির মধ্যেই প্রথম যুবকের ঘর থেকে বেরিয়ে আসেন অন্য তরুণী। যাকে দেখে হতভম্ব হয়ে যান দ্বিতীয় যুবক, কারণ সেই তরুণী তার স্ত্রী। তবে পুরো ভিডিও দেখে নেটিজেনদের মত, এটি পুরোটাই সাজানো ঘটনা। ভাইরাল হতে তারা অভিনয় করেছেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles