0.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

রাস্তায় নারী কনস্টেবলকে মারধরের পর চুমু, ভিডিও ভাইরাল

রাস্তায় নারী কনস্টেবলকে মারধরের পর চুমু, ভিডিও ভাইরাল
সংগৃহীত ছবি

ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে নারী কনস্টেবলকে প্রকাশ্যে মারধর করেছে এক যুবক। শুধু তাই নয়, জোর করে চুমুও দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যা হৈ চৈ ফেলে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা যায় মোরাদাবাদের রাস্তা দিয়ে হাঁটছেন ওই নারী কনস্টেবল। এ সময় এক মোটরসাইকেল আরোহী তার সামনে এসে দাঁড়ান এবং দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর গাড়ি থেকে নেমে ওই যুবক কনস্টেবলকে চড় মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ওই নারীকে জোর করে চুমু দেন যুবক।

- Advertisement -

পরে ওই নারী মাটি থেকে উঠে যুবককে পাল্টা মারতে শুরু করেন। এ সময় এক বৃদ্ধ তাদের থামানোর চেষ্টা করেন। এরপর ওই যুবক কনস্টেবলকে ছেড়ে দিলেও আরও কয়েকজন যুবক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে পুনরায় মারধর শুরু করেন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে ওই যুবকেরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ঘটনাটি রাস্তায় থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

এ ঘটনায় উত্তরপ্রদেশে নারী সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, একজন নারী কনস্টেবল যদি সুরক্ষিত না থাকেন, তা হলে সাধারণ নারীদের নিরাপত্তা কোথায়? বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগী। মোরাদাবাদ পুলিশের বিবৃতিতে বলা হয়, সিভিল লাইনস পুলিশ স্টেশনের এক নারী কনস্টেবলের সঙ্গে কিছু লোকের দুর্ব্যবহার ও হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles