14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমাকে নেওয়ার ক্ষমতা এদেশের পুরুষদের নেই: বাঁধন

আমাকে নেওয়ার ক্ষমতা এদেশের পুরুষদের নেই: বাঁধন - the Bengali Times

অভিনেত্রী আজমেরি হক বাঁধন ছবি সংগৃহীত

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসা অভিনেত্রী আজমেরি হক বাঁধন সম্প্রতি বিয়ে নিয়ে এক প্রশ্নের জবাবে বলেছিলেন, “আমাকে নেওয়ার ক্ষমতা এদেশের পুরুষদের নেই।” তার এই মন্তব্য নিয়ে ইতিবাচক ও নেতিবাচক- দুই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে দেশীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, “মন্তব্যটি আমি সচেতনভাবেই করেছি। এখানে পুরুষ শব্দটি আমি ব্যবহার করেছি পুরুষতান্ত্রিক সমাজে গড়ে ওঠা পুরুষদের জন্য। যদি তারা এতে আঘাতপ্রাপ্ত হন, তাহলে আমার কিছু করার নেই। সত্যি বলতে, তাদের পক্ষে আমাকে গ্রহণ করা সম্ভব নয়।”

- Advertisement -

তিনি আরও বলেন, “পুরুষতান্ত্রিক সমাজের আঘাতে আমি নিজেকে শক্ত করেছি, প্রতিবাদী হয়ে উঠেছি। তবে আমার জীবন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক পুরুষের অবদানও রয়েছে, যা আমি অকপটে স্বীকার করি।”

২০১০ সালে পূর্ব পরিচিত মাশরুর সিদ্দিকী সনেটকে বিয়ে করেন বাঁধন। ওই বছরই তাদের একমাত্র সন্তান মিশেল আমানি সায়রার জন্ম হয়। তবে ৪ বছর পর তারা আলাদা হয়ে যান। ২০১৪ সালের ২৬ নভেম্বর তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়, যা ২০১৭ সালে প্রকাশ্যে আসে। বিচ্ছেদের পর মেয়ে সায়রাকে নিয়ে একাই জীবনযাপন শুরু করেন বাঁধন। নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles