9.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

কয়টা প্রেমের প্রস্তাব পেয়েছেন হিমি?

কয়টা প্রেমের প্রস্তাব পেয়েছেন হিমি?
জান্নাতুল সুমাইয়া হিমি

জান্নাতুল সুমাইয়া হিমি, একজন প্রতিভাবান অভিনেত্রী এবং মডেল, বর্তমানে টেলিভিশন ও ইউটিউব নাটকে তার সক্রিয় উপস্থিতি দিয়ে প্রশংসিত হচ্ছেন। সম্প্রতি, তার কাজের ব্যস্ততা এবং ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

সম্প্রীতি একটি গণমাধ্যমের টকশোতে উপস্থাপক জয় হিমিকে প্রশ্ন করেন তিনি এই পর্যন্ত কয়টা প্রেমের প্রস্তাব পেয়েছেন।

- Advertisement -

হিমি বলেন, আমি প্রস্তাব আসলে অত বেশি একটা পাইনি। কারণ আমার অভিভাবক সব সময় সাথে থাকতো। আম্মু সাথে থাকতো বলে অনেকে ভয় পেত।

এরপর জয় তাকে আবারও প্রশ্ন করে, চুপি চুপি প্রেম কয়টা করেছ?

হিমি উত্তর দেন, প্রেম একটাও করা হয়নি।

এখন সামনে আসছে নতুন বছরের ভালোবাসা দিবস, যা নিয়ে বর্তমানে বেশ কিছু প্রজেক্টে কাজ করছেন হিমি। এর পাশাপাশি, ঈদ এবং তার দৈনন্দিন কর্মসূচির জন্যও তিনি প্রস্তুতি নিচ্ছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles