-1 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

দুই বউয়ের মাঝে পড়ে স্বামীর মৃত্যু

দুই বউয়ের মাঝে পড়ে স্বামীর মৃত্যু
আব্দুল জব্বার

দুই বউয়ের মাঝে শুরু হয় ঝগড়া, গন্ডগোল। এর মাঝে পরেই মৃত্যু হয় স্বামীর আব্দুল জব্বার (৫৫)। ঘটনাটি ঝিনাইদহ শহরের কলাবাগান ৪ রাস্তার মোড় এলাকায়। মৃত্যুর কারণ সন্দেহজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শাখা কর্মকর্তা আব্দুল জব্বার বড় স্ত্রী মিষ্টি খাতুনকে নিয়ে শহরের আরাপপুরে বসবাস করেন। করোনাকালীন সময়ে সাথী নামের এক স্কুল শিক্ষককে বিয়ে করেন তিনি। শহরের কলাবাগান এলাকার একটি ভাড়া বাসায় থাকেন সাথী। রোববার রাতে ছোট বউয়ের বাসায় আসেন আব্দুল জব্বার। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে ছোট বউয়ের বাসায় চলে আসেন বড় বউ। সকাল থেকে দুজনের মাঝে ঝগড়া বিবাদ। দুপুরে আগে তাদের মাঝে পড়ে অসুস্থ হয়ে পড়েন ইবির ওই কর্মকর্তা। সেখান থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -

আব্দুল জব্বারের মৃত্য হলে দুই স্ত্রীকে আটক করে রাখে এলাকাবাসী। পরে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। আঘাতজনিত কারণ নাকি স্ট্রোকে মৃত্যু তার সঠিক তদন্তের দাবি স্বজনদের।

মামাতো ভাই অ্যাড. আব্দুল খালেক সাগর বলেন, শুনছি আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। যদি মৃত্যুর কারণ আঘাত হয়ে থাকে তাহলে এর সাথে যে বা যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আর যদি স্ট্রোকে মৃত্যু হয় তাহলে আমরা সেটাও জানতে চাই।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আব্দুল জব্বারের মৃত্যুর কারণে নিয়ে কিছুটা সন্দেহ আছে তাই আমরা মৃত্যুর কারণ নির্ধারণে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট এলেই সঠিক কারণ বেরিয়ে আসবে। যদি আঘাতজনিত কারণে মৃত্যু হয় তখন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল জব্বারের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles