ক্লিনিক্যাল ড্রাগ ট্রায়ালের অংশ হতে পারলে বেশ ভালো বেতন মেলে। তা কয়েক হাজার ডলার পর্যন্ত। এবং অনেকেরই এই অর্থ দরকার ও অংশগ্রহণের জন্য মরিয়া। তাদের মধ্যে কেউ কেউ এটা বারবারই করেন, তাদের শরীর ড্রাগ ব্যবহারের জন্য ভাড়া দিয়ে থাকে। সেইসব ড্রাগ যেগুলো উন্নয়নের পর্যায়ে রয়েছে।
কানাডায় বেসরকারিভাবে পরিচালিত অনেক ক্লিনিক্যাল টেস্টিং ফ্যাসিলিটিজ রয়েছে। বেসরকারি এসব ক্লিনিক্যাল ট্রায়ালে কী ঘটছে তার শতকরা হার জানাটা সত্যিই খুব কঠিন। কারণ, হেলথ কানাডা নিজেও বিষয়টি জানে না বলে প্রকাশ্যে গোপন করে।
কেউ যখন অর্থের জন্য হন্যে হয়ে যায়, তখন তারা অনেক জায়গায় যায়। মিথ্যাকে মেনে নিতে হয়, বিরূপ প্রতিক্রিয়া বা অন্যান্য জটিল বিষয়গুলোর বিষয়ে জানাতে ব্যর্থ হতে হয় এবং ট্রায়ালের মধ্যবর্তী সেরে ওঠার বাধ্যতামূলক সময় এড়িয়ে যাওয়া হয়।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.