-5.5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

ইহুদিবিদ্বেষ বেড়ে যাওয়ার জন্য লিবারেলদের দায়ী করলেন পয়লিয়েভর

ইহুদিবিদ্বেষ বেড়ে যাওয়ার জন্য লিবারেলদের দায়ী করলেন পয়লিয়েভর
কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার এক বছর উদযাপন করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর। অটোয়ার ওই অনুষ্ঠানে কানাডায় ইহুদিবিদ্বেষ বেড়ে যাওয়ার বিরুদ্ধে কথা বলেন তারা।

ট্রুডো যখন ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন, পয়লিয়েভর সেখানে লিবারেল সরকারের সমালোচনা করেন। পয়লিয়েভর বলেন, যে আইডিওলজি বর্ণ ও নৃতাত্বিকতার ভিত্তিতে জনগণকে বিভক্ত করে, যা বিদ্বেষের বিস্তার ঘটায় তা নিচের দিক থেকে আসে না। এগুলো আসে উপর থেকে।

- Advertisement -

কনজার্ভেটিভ নেতা কানাডিয়ান মানবাধিকার কমিশনার হিসেবে বির্জু দাতানির নিয়োগের মতো সাম্প্রতিক কিছু বিতর্কের দিকে ইঙ্গিত করেন। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইহুদিবিদ্বেষী মন্তব্য পোস্ট করার অভিযোগ অভিযুক্ত এক পরামর্শককে নিয়োগদানকারী একটি গ্রুপের সঙ্গে ফেডারেল চুক্তির বিষয়টি ইঙ্গিত করেন তিনি। সরকারের ব্যর্থতা হিসেবে এগুলো উদাহরণ হিসেবে দাঁড় করান তিনি।

কক্ষ থেকে বিপুল হাততালির মধ্যে তিনি বলেন, লোকজনের সামনে সময় এসেছে সরকার পরিবর্তনের। পয়লিয়েভর বলেন, তার দল যদি সরকার গঠন করে তাহলে তিনি ইউনাইটেড নেশন্স রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিসে (ইউএনআরডব্লিউএ) তহবিল দেওয়া বন্ধ করবেন। পাশাপাশি যেসব বিশ^বিদ্যালয় ইহুদিবিদ্বেষ ছড়ায় এবং ইহুদিদের তাদের ক্যাম্পাসে মধ্যে অনিরাপদ ও অস্বস্তির বোধ তৈরি করে তাদের জন্যও ফেডারেল তহবিল বন্ধ করবেন।

পয়লিয়েভর বলেন, আমরা এই আইডিওলজি পেছনে ফেলে দেব। কারণ, এই আইডিওলজি আমাদের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং আমরা যে দেশকে চিনি ও ভালোবাসি তা ফিরিয়ে আনব।

পয়লিয়েভরের আগে বক্তব্য দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তি বিশেষ করে তার ককাস সদস্যদের ধন্যবাদ দিয়ে ট্রুডো তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, সব দলের সংসদ সদস্য, যারা এখানে এসে অংশীদারিত্ব গড়ে তুলেছেন তাদের সবাইকে ধন্যবাদ।
প্রধানমন্ত্রী মূলত ৭ অক্টোবর হামাসের হামলার পরিপ্রেক্ষিতে কানাডায় সৃষ্ট ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles