-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

ঘোল থাকলে তো মিটবে?

ঘোল থাকলে তো মিটবে?
ঘোল থাকলে তো মিটবে

ভারতের কোনো বিজয় দিবস নেই। দুধের স্বাদ ঘোলে মেটানোরও উপায় নেই। ইস! ঘোল থাকলে তো মিটবে?

ঠিক যেন টিন-এযার কিশোরী মনে মনে নায়ক টম ক্রজ কে প্রেমিক, স্বামী, চাচা, মামা; যা খুশি তাই ভেবে নিয়েছে; সিক্রেট রেস্পেক্ট, ফ্যান্টাসি বা প্লেজ্যারে ডুবে যাচ্ছে……।

- Advertisement -

বাংলাদেশের বিজয় দিবসে আওয়ামী জাতির পিতামহ এসব কী লিখেছে? আজ নাকি ভারতের বিজয় দিবস?  ওরে, তোরা কে কোথায় আছিস আমায় ধর্..

ভারত বাংলাদেশকে ১৯৭১ এ যুদ্ধে সহযোগিতা করেছে তাতে কোন সন্দেহ নেই। কিন্তু মনে রাখতে হবে এতে ভারতের স্বার্থ ছিল মুখ্য। আমাদের মহান মুক্তিযুদ্ধ শেষ করতে তরান্বিত করেছিল।

আজ মোদির এ উক্তি ভারতের নেংটা শরীর প্রদর্শন, দৈন্যদশা ছাড়া আর কিচ্ছু না। এসবের উৎপত্তিস্থল অশিক্ষার সর্বনিম্ন স্তর থেকে। এসব আওয়ামী রাজাকারদের/ হাসিনা প্রেমিকদের মনে পুলক জাগালেও, আরও তোষা-মোদী তে অনুপ্রাণিত করলেও আমরা বাংলাদেশীরা তেমন গুরুত্ব দেই না। তবে চায়ের কাপে ভ্রু কুঁচকে আসে, কৌতুক জাগে..

Indian Prime Minister Narendra Modi today (16 December) paid tribute to soldiers who contributed to India’s victory in 1971 during what is known to them as the Indo-Pak war.

“Today, on Vijay Diwas, we honour the courage and sacrifices of the brave soldiers who contributed to India’s historic victory in 1971. Their selfless dedication and unwavering resolve safeguarded our nation and brought glory to us,”

Modi wrote in a post on X.

উল্টা বাংলাদেশীরা হো হো করে হাসে..।

২০২৪ এ, আমরা এবার ফিরে পেয়েছি এক অর্থবহ, মার্জিত, প্রকৃত, শ্রেষ্ঠ বিজয় দিবস। স্বাধীনতার, বিজয়ের সুফল পেতে আমাদের করতে হবে ব্যাপক সংস্কার; যেতে হবে বহুদূর। যতদিন পৃথিবী থাকবে, ততোদিন আমরা বাংলাদেশকে আগলে রাখবো জান-প্রাণ দিয়ে।

বিজয় দিবসে প্রাণঢালা শুভেচ্ছা, ভালোবাসা।

অটোয়া, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles