16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মুক্তিযুদ্ধ নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি

মুক্তিযুদ্ধ নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি - the Bengali Times
মুক্তিযুদ্ধ নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি

‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে শুক্রবার (১৩ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।

তিনি বলেন, বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে স্বাধীনতাবিরোধীরা দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনীর চৌধুরী, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার, গিয়াসউদ্দিন, ডা. ফজলে রাব্বি, আবদুল আলীম চৌধুরী, সিরাজউদ্দীন হোসেন, সেলিনা পারভীন, ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতাসহ আরও অনেকে।

- Advertisement -

বাঙালি জাতিকে মেধাশূন্য করাই তাদের মূল উদ্দেশ্য ছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতাবিরোধীরা এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়।

শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির যেকোনো চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।”- বাসস(ইত্তেফাক থেকে নেয়া)

আশা করি এই বিবৃতির পর মহান মুক্তিযুদ্ধ নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আর কারো কোন সন্দেহ থাকবে না।

 

বিগত বিশ দিন যাবত কম্পিউটার সার্ভার নষ্ট, অতএব জমির খাজনা নেয়া বন্ধ। কবে ঠিক হবে, কেউ জানে না। খাজনা পরিশোধ না হলে জমি কেনা বেচা হবে না। সার্ভার নষ্ট হতেই পারে, বিকল্প হলো, সাময়িকভাবে ম্যানুয়াল এন্ট্রি। না, সে ধরনের কোন নির্দেশনা দেয়া হয় নি।

বিষয়টা জানার পর মেনে নিতে পারলাম না। একজন প্রবাসী দু তিন সপ্তাহের জন্যে দেশে আসেন। সার্ভার বন্ধ থাকলে তাতে করে কি নাগরিক সেবা বন্ধ হয়ে যাবে?

ফোন দিলাম, এসি ল্যান্ড তথা ভারপ্রাপ্ত ইউএনওকে। তিনিও একই কথা বললেন।

একই ঘটনা থানায় জিডির ব্যাপারে। শুনালাম, কম্পিউটার নষ্ট থাকলে, জিডি বন্ধ। আজব ব্যাপার!

আমার এক বন্ধু বললো, এরা কি করবে? সরকারের ব্যাপার! বললাম, সরকার কে? তোমার আমার মতই ঘাড়ের উপর মাথাওয়ালা কোন একজন মানুষ। বর্তমানে যিনি ভুমি উপদেষ্টা নামে পরিচিত। তার ব্রেন যেভাবে কাজ করছে, আমি উপদেষ্টা হলে ভিন্ন রকমভাবে কাজ করতো নিশ্চয়ই।

কানাডা হলে, সার্ভার নষ্ট বলে পার পাওয়া যেত না। আমি একজন অপরিচিত নাগরিক এক হুমকি দিলেই সুড়সুড় করে বিকল্প ব্যবস্হা করে দিত।

এখানে আমি পরিচিত হওয়া সত্তেও কাজ হবে না, সিস্টেম বলে কথা। অগ্রাধিকার বলে কথা! একজন প্রবাসীর জন্যে শুধুমাত্র এয়ারপোর্টে ওয়েলকাম ডেস্ক খুললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়?

একটা দেশের কোটি কোটি মানুষের জমির খাজনা দেবার গুরুত্বপূর্ণ সার্ভার কি করে তিন সপ্তাহ যাবত নষ্ট থাকে? দেখার কেউ নেই?

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles