-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

টরন্টোর দিনলিপি : বিজয়ের মাসে

টরন্টোর দিনলিপি : বিজয়ের মাসে
টরন্টোর দিনলিপি বিজয়ের মাসে

শিশু শিল্পীদের কাজ আমার দারুণ লাগে, পবিত্র লাগে। কোন ইজম-টিজমের ধার না মেনে প্রতিটি শিশু নিজস্ব ধারায় এক-এক শিল্পী। ৩দশক বাংলাদেশ শিশু একাডেমির শুরু থেকে দেশ ছেড়ে আসা পর্যন্ত জড়িত ছিলাম। ১০০, ২০০ নাকি ৩০০ সংখ্যা আর মনে নেই শিশু কিশোরদের বইয়ের প্রচ্ছদ আর ভেতরের ছবি এঁকে দিয়েছি বইয়ের পর বইয়ের।

শিশু একাডেমি,বাংলা একাডেমি আর ইউনিসেফ আর বাংলা বাজারের প্রায় সব নামী প্রকাশনা সংস্থা গুলোর জন্যে আমার ছোটদের জন্যে আঁকা বই রয়েছে। এখনো ছাড়ি নাই বাংলা বাজারের নামী প্রকাশনা সংস্থা রয়েল পাবলিশার্সের কর্ণধার প্রিয় জামাল আহমেদ ৮০ পৃষ্ঠার শিশু কিশোর ছড়ার বই বন্ধু হাসান হাফিজের পাঠিয়ে অনুরোধ করেছেন এঁকে দেয়ার।

- Advertisement -

২হপ্তার বেশি হয়ে গেছে আগামী সকালে ফোন বন্ধ করে একটানা ইলাস্ট্রেশান করতে বসবো। তারপর স্কেন করে পাঠিয়ে দেবো।বইমেলার বড়দের বইয়ের প্রচ্ছদ করার অনুরোধের লাইনের কথা এখানে নাইবা বল্লাম। শিশুরা এঞ্জেল বড়ই সরলতার সঙ্গে আঁকে।সেই সরলতা কপি করতে গিয়ে বারবার ব্যর্থ হই।

টরন্টোর দিনলিপি : বিজয়ের মাসে

কবি ইকবাল হাসান স্মরণে

দীর্ঘ এই অনুষ্ঠানে প্রায় সবার স্মৃতিবাক্য একত্রিত করে ভিডিওটি করা শুধু বন্ধুস্ত্রী লেখিকা তাসলিমা হাসানের জন্যে। আমার নতুন এই ঝোকই আমার ইউ টিউব চ্যানেল যদি Subscribe ক্লিক করেন খুশি হবো। [  ৪ ডিসেম্বর আমার ৫০ বছরের প্রিয় কবিবন্ধু ইকবাল হাসানের জন্মদিন। তার স্ত্রী লেখিকা তাসলিমা হাসান,কবি দেলওয়ার এলাহী সহ অন্যান্য ৭ই ডিসেম্বর টরন্টো ফিল্ম ফোরাম মিলনায়তনে আয়োজন করেন শুভ জন্মদিন অনুষ্ঠান।

টরন্টোর দিনলিপি : বিজয়ের মাসে

শীত মাইনাস ৮এর নিচে সাথে ঝিরিঝিরি বৃষ্টি,হালকা তুষারপাত তবু মিলনায়তনের চেয়ার খালি নেই,কবি ইকবাল হাসানকে টরন্টো সবাই ভালোবাসতো এতে বোঝা যায়। কবি দেলওয়ার এলাহী ও কবি সৈয়দা রোখসানা বেগম প্রায় ৩ ঘন্টা দীর্ঘ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। এলাহী বলেন বক্তা হিসেবে এত লম্বা লিস্ট তাসলিমা ভাবী আমার হাতে দিয়েছেন যে সবার ইকবাল হাসনকে নিয়ে স্মৃতিচারণ কথা শেষ করতে আজ কত রাত হয় কে জানে। শুধু কথার প্যাঁচাল বেশি লম্বা হলে বোরিং হয়ে ওঠে।

এই অনুষ্ঠান শুরু হয় কবি আসাদ চৌধুরীর পুত্র আসিফ চৌধুরী ও কন্যা নুসরাত জাহান শাওলীর যৌথকন্ঠের গান দিয়ে।এরপর শহিদুল ইসলাম মিন্টু, সুমন রহমান,সৈয়দ ইকবাল,আসমা আহমেদ মাসুদ,লায়লা শারমিন,মণিশ রফিক,মাসুম রহমান,আহমেদ হোসেন,আমিন মিয়াঁ, বাদল ঘোষ, তাসমিনা খান, কবি জেবুন নাহার,শিরীন চৌধুরী,সৈয়দা রোখসানা বেগম,কবি জাহানারা,নাহিদ কবীর কাকলী,আমিনুল ইসলাম সর্ব শেষে তাসলিমা ভাবী মাঝে  আরো অনেক প্রাণবন্ত মজার এমন কি হাস্যময় বক্তব্য রাখেন ।

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles