9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ক্রাশের সঙ্গে দেখা হলে কী করবেন, জানালেন শাবনূর

ক্রাশের সঙ্গে দেখা হলে কী করবেন, জানালেন শাবনূর - the Bengali Times
শাবনূরসংগৃহীত

বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের অন্যতম শাবনূর। দেশের লাখো তরুণের ‘ক্রাশ’ এই নায়িকা এবার জানালেন নিজের ক্রাশদের নাম। তাদের সঙ্গে দেখা হলে কী করবেন, সেটাও অকপটে বল গেলেন তিনি।

সম্প্রতি নিজের ক্রাশদের নাম জানিয়ে শাবনূর বলেছেন, দেশের বাইরের তারকাদের মধ্যে টম ক্রুজ আমার সবচেয়ে বেশি পছন্দের। লিওনার্দো ডিক্যাপ্রিও আছেন সেই পছন্দের তালিকায়। তারা যে আমার ক্রাশ, এটা আমার পরিবারের সবাই জানে। এমনকি আমার স্কুলপড়ুয়া ছেলেও এটা জানে।

- Advertisement -

লিওনার্দো ডিক্যাপ্রিওকে পছন্দের কারণ ব্যাখ্যা করে শাবনূর বলেন, টাইটানিক দেখার পর লিওনার্দো ডিক্যাপ্রিও আমার ক্রাশ।

এছাড়া বুড়ো হয়ে গেলেও টম ক্রুজের সঙ্গে দেখা করতে চান উল্লেখ করে শাবনূর বলেন, তরুণী থাকতেই মধুমিতায় টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ দেখেছিলাম। এই সিনেমা দেখেই টম ক্রুজের প্রেমে পড়ে যাই। বুড়ো হয়ে গেলেও একবার টম ক্রুজের সঙ্গে দেখা করতে চাই। আমার ছেলেও বলছে, সে বড় হলে আমাকে আমেরিকা নিয়ে যাবে; টম ক্রুজের সঙ্গে দেখা করিয়ে দেবে। আমিও অধীর আগ্রহে আছি টম ক্রুজের সঙ্গে দেখা করার। সামনাসামনি টম ক্রুজের দেখা পেলে একগুচ্ছ গোলাপ দেব।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে চলচ্চিত্র নির্মাতা প্রয়াত এহতেশামের ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে নাম লিখান শাবনূর। দীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার মধ্যে ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেমের তাজমহল’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘আনন্দ অশ্রু’, ‘বউ শাশুড়ির যুদ্ধ’, ‘হৃদয়ের বন্ধন’, ‘মোল্লা বাড়ীর বউ’ ইত্যাদি উল্লেখযোগ্য।

 

- Advertisement -

Related Articles

Latest Articles