13.9 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

পিএইচডি ছেড়ে অ্যাডাল্ট ওয়েবসাইটের মডেল হয়ে কোটিপতি!

পিএইচডি ছেড়ে অ্যাডাল্ট ওয়েবসাইটের মডেল হয়ে কোটিপতি! - the Bengali Times
ইউটিউবার জারা ডর

অ্যাডাল্ট ওয়েবসাইটের জন্য ভিডিও বানাবেন বলে পিএইচডি ছেড়েছেন জনপ্রিয় ইউটিউবার জারা ডর। নিজেরই একটি ভিডিও পোস্ট সেই কথা জানালেন জারা ডর। জানালেন এই সিদ্ধান্ত কতটা স্ট্রেসের ছিল তার জন্য। জারার গল্প শুনে অবাক নেটিজেনরা। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন তার সিদ্ধান্ত নিয়ে।

এদিন এক্স হ্যান্ডেলে এক ব্যক্তি জারা ডরের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে জারাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি আমার পিএইচডি ছেড়ে দিয়েছি। পিএইচডি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আমি ভীষণ কেঁদেছি। আমি যে বিষয়টা নিয়ে খুব কষ্টে ছিলাম সেটা কিন্তু নয়। কিন্তু আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন আর স্ট্রেসের ছিল।’

- Advertisement -

এই ভিডিও পোস্ট করে লেখা হয়, ‘জনপ্রিয় ইউটিউবার জারা ডর তার পিএইচডি ছেড়ে ওনলি ফ্যানসের কন্টেন্ট ক্রিয়েটর হন তাও ফুল টাইমার হিসেবে। উনি সাধারণত নিউট্রাল ওয়ার্কস, মেশিন লার্নিং এবং অন্যান্য টেকনিক্যাল জিনিস পত্র নিয়ে ভিডিও বানাতেন। এবার একেবারেই অন্য ধরনের জিনিস নিয়ে ভিডিও বানাবেন। আপনাদের কী মত?’

কেউ কেউ এই ভিডিওতে জানিয়েছেন জারার এই সিদ্ধান্ত একেবারেই ঠিক নয়। কেউ আবার ভিডিওতে দেখতে পাওয়া তার পোশাককে ইঙ্গিত করে বলেন, ‘জামাকাপড় দেখে বোঝাই যাচ্ছে কেমন ভিডিও বানাবেন।’ তৃতীয় জন লেখেন, ‘খুব সাধারণ চয়েজ। নিজেকে মিডিওকার প্রমাণ করলেন।’

উল্লেখ্য জারা ডর কম্পিউটার সায়েন্সের উপর পিএইচডি করছিলেন। কন্টেন্ট বানিয়ে এখন পর্যন্ত ১২ কোটি ৭০ লাখ টাকার বেশি আয় করেছেন তিনি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles