
অবশেষে শেষ হতে চলেছে ২০২৪ সাল। অনেক নাটকীয় ও ঘটনাবহুল ছিল বছরটা। বিগত দিনের মতো এ বছরও সোশ্যাল মিডিয়া ছিল অসংখ্য ঘটনার স্বাক্ষী। একের পর এক ভাইরাল কন্টেন্টে মজে ছিলেন মানুষ। এবারও বেশ কিছু সংলাপ ভাইরাল হয়েছে যা সাধারণ মানুষ মুখে মুখে যেমন শোনা গেছে তেমনি ফেসবুকের টাইমলাইনেও ছিল চর্চায়।
হাউন আংকেল
চলতি বছর সাবেক ডিবিপ্রধান হারুণ অর রশীদকে হাউন আংকেল ডেকে ভাইরাল হন বিনোদন জগতের জনপ্রিয় তারকা সিমরিন লুবাবা। একটি সাক্ষাৎকার দেয়ার সময় ডিবি প্রধান হারুণকে তিনি ‘হাউন’ উচ্চারণ করেন। এর ফলে বেশ ট্রলের সম্মুখীন হন এ শিশু তারকা। ২০২৩ সালে তার ‘কেন্দে দিয়েছি’ ডায়ালগটিও নেটপাড়ায় বেশ ভাইরাল হয়েছিল।
উহু মুরুব্বি
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে মাওলানা মোস্তাক ফয়েজীর ‘উহু মুরুব্বি’। একটি ওয়াজ মাহফিলে বয়ান দিচ্ছিলেন তিনি। হঠাৎ সে মাহফিল ছেড়ে একজন উঠে চলে যেতে চাইলে মাওলানা মোস্তাক ফয়েজী তার বয়ানের মাঝেই বলেন, ‘মুরুব্বি, উহু উহু।’ তার ‘এই সোনামণি, বসো, উহু উহু’ ডায়ালগটিও ব্যাপক ভাইরাল হয়েছিল।
নাইস অ্যান্ড এট্রাক্টিভ
চলতি বছর সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পুরনো একটি মন্তব্য ভাইরাল হয়। ফেসবুকে সাংবাদিক ও গায়িকা নবণীতা চৌধুরীর একটি ছবির নিচে নাইস অ্যান্ড এট্রাক্টিভ লিখেছিলেন তিনি। এরপর থেকেই দেশের ফেসবুক ব্যবহারকারীরা ছবির কমেন্ট বক্সে, কথাবার্তার মাঝপথে ব্যবহার করতে শুরু করে রাষ্ট্রপতির এ মন্তব্য।
কারিনার ছেলে হতে চান বলে তোপের মুখে পাকিস্তানি অভিনেতাকারিনার ছেলে হতে চান বলে তোপের মুখে পাকিস্তানি অভিনেতা
এছাড়াও ‘আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি’, ‘পালাব না, কোথায় পালাবো’, ‘শেখ হাসিনা পালায় না’র মতো অনেক সংলাপ ভাইরাল হয়েছে এ বছর।