9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমার জীবনের রংধনু তুমি: পরীমণি

আমার জীবনের রংধনু তুমি: পরীমণি - the Bengali Times
পরীমণি

পরীমণি ব্যক্তিজীবনে প্রেম করে বিয়ে করেছিলেন শরিফুল ইসলাম রাজকে। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে শামিম মুহম্মদ রাজ্য। সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি।

বিভিন্ন সময় ছেলের সঙ্গে কাটানো খুনসুটির নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে।

- Advertisement -

সম্প্রতি ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়ার কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, পড়ন্ত বিকেলে ছেলেকে নিয়ে সমুদ্রের ধারে আবেগাপ্লুত হয়ে খুনসুটিতে মেতে উঠেছেন এ অভিনেত্রী।

ছবিতে দেখা যায়, পরী মায়ের মততায় আগলে রেখেছেন ছেলেকে। রাজ্যও হাত বাড়িয়ে দিয়ে আকাশ ও সমুদ্র দেখছেন। এ সময় মা-ছেলেকে বেশ হাসিখুশি দেখা গেছে। এদিকে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের রংধনু তুমি।’

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা মা-ছেলের এ ভালোবাসা দেখে বেশ প্রশংসা করেছে। মামুন ফাহাদ নামে এক ভক্ত লিখেছেন, ‘মা-সন্তানের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা।’

সুমি নামে আরেক অনুরাগীর ভাষ্য, ‘আপনার বেবিটার জন্য মন থেকে দোয়া রইল। এত কিউট একটা বেবি মাশাআল্লাহ।’

ফারহান বলেন, ‘মাশাল্লাহ আপনার ও বাবুর জন্য দোয়া-ভালোবাসা রইলো।’

- Advertisement -

Related Articles

Latest Articles