-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

৫২ বছরের জঞ্জাল

৫২ বছরের জঞ্জাল
ড ইউনুস বাংলাদেশে রাজনীতি করতে সরকার প্রধানের দায়িত্ব নেন নি বিগত ১৬ বছর বা ৫২ বছরের জন্জাল পরিস্কার করতেও আসেন নি

ড. ইউনুস বাংলাদেশে রাজনীতি করতে সরকার প্রধানের দায়িত্ব নেন নি। বিগত ১৬ বছর বা ৫২ বছরের জন্জাল পরিস্কার করতেও আসেন নি। তিনি এসেছেন গনতন্ত্রের ট্রেন মারাত্মক দুর্ঘটনা ঘটিয়ে রেল লাইনের পাশের খাদে দীর্ঘদিন যে অবস্হায় পড়ে রয়েছে, সেটাকে শক্তিশালী ক্রেন দিয়ে টেনে তুলতে। কিছুটা মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করা হলেই তিনি চলে যাবেন।

এই কাজ করতে অন্য যে কোন লোকের চেয়ে তিনিই সবচেয়ে উপযুক্ত। ট্রেনটা দীর্ঘদিন খাদে পড়ে রয়েছে। বিগত ষোল বছর সেটাকে কেউ তুলতে পারে নি। ট্রেন তুলতে গিয়ে বার বার ক্রেন ছিড়ে গেছে। এখন ইউনুস সাহেবকে ট্রেনটা গনতন্ত্রের লাইনে নির্বিঘ্নে তুলতে দিন। তারপর ট্রেন কিভাবে চলবে, নয়টার ট্রেন কয়টায় ছাড়বে ইত্যাদি বিষয়গুলো নিয়ে নির্বাচিত সরকারের সাথে আপনারা দরকষাকষি করতে পারবেন। ইউনুস কোন নির্বাচিত সরকার নয়, কারো ভোটে তিনি ক্ষমতায় আসেন নি, ভোট নিয়ে তার কোন কারচুপির নাটক সিনেমাও বানাতে হয় নি। তিনি কোন রাজনৈতির দলের প্রতিপক্ষ নন, পক্ষেও নন। তার কাজ সংস্কার করে ট্রেনটাকে লাইনে বসিয়ে দেয়া। অতএব, তার বিরুদ্ধে জাতিসংঘের সামনে বিক্ষোভ করার কিছু নেই, তার বিরুদ্ধে সমালোচনার কিছুই নেই।

- Advertisement -

সমালোচনার একটা বিষয়ই থাকবে সেটা হলো সংস্কারগুলো যথাযথ তিনি করতে পারলেন কিনা সেটা দেখার পর। বরং যেটা আছে সেটা হলো, আগামী একশত বছরে দেশের কোন সরকার বা রাষ্ট্র প্রধানের কাছ থেকে যা পাওয়া যাবে না, সেই ‘এ্যাবোভ এন্ড বিয়োন্ড’ কিছু কাজ তাকে দিয়ে করিয়ে নেয়া। কারণ তিনি বিশ্বনেতৃত্বের কাছে যে কোন দেশের সরকার বা রাষ্ট্র প্রধানের চেয়ে শতগুনে বেশী গ্রহণযোগ্য সেটার ইংগিত এই পোষ্টের সাথে সংযুক্ত ছবি ও এবারের জাতিসংঘে তার সফর শেষ হলে সেসব বৈঠকের খবর ও ছবিগুলো প্রকাশের পর সবাই বুঝতে পারবেন। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টির গ্রাম্য ঝগড়ার বর্জ্য থেকে দয়া করে তাকে রেহাই দিন, তাতে আমাদের সকলেরই মংগল হবে।

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles