-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

স্কুলের ২০০ মিটারের মধ্যে মাদক সেবন নিষিদ্ধ

স্কুলের ২০০ মিটারের মধ্যে মাদক সেবন নিষিদ্ধ
অন্টারিওর স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স ২০ আগস্ট এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন

পর্যবেক্ষণের আওতায় মাদক সেবন এলাকার ওপর নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে অন্টারিও সরকার। এরই অংশ হিসেবে সরকার স্কুল ও চাইল্ডকেয়ার স্টোরের ২০০ মিটারের মধ্যে এ ধরনের সাইট নিষিদ্ধ ঘোষণা করেছে। এর ফলে এ ধরনের ১০টি সাইট বন্ধ হয়ে যাবে।
নতুন প্রাদেশিক বিধিনিষেধের মধ্যে আছে নতুন চিকিৎসাকেন্দ্রসহ মাদকাসক্তি থেকে বেরিয়ে আসায় সহায়তা করা। এসব কেন্দ্রকে বলা হচ্ছে হোমলেসনেস অ্যান্ড অ্যাডিকশন রিকভারি ট্রিটমেন্ট (হার্ট) কেন্দ্র। মাদক নিরাময় ও চিকিৎসা শয্যার পাশাপাশি এতে ৩৭৫টি হাউজিং ইউনিট যুক্ত হবে। অন্টারিওর স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স ২০ আগস্ট এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন।

বর্তমানে সক্রিয় সাইটগুলোর কাছের কমিউনিটিগুলোকে উন্নত সুরক্ষা দিতে নতুন সংরক্ষণের ক্ষমতা পাচ্ছে। এর মধ্যে রয়েছে সুরক্ষা ও নিরাপত্তা পরিকল্পনার জন্য নতুন চাহিদা।

- Advertisement -

প্রাদেশিকভাবে নিয়ন্ত্রিত বর্তমানে ১৭টি মাদক সেবন সাইট রয়েছে প্রদেশে। এর মধ্যে ১০টিই টরন্টোতে, যেগুলোর বেশিরভাগই ডাউনটাউনে। নতুন নিয়মের কারণে যে ১০টি সাইট বন্ধ হয়ে যাবে তার মধ্যে টরন্টোতে রয়েছে পাঁচটি। একটি করে রয়েছে অটোয়া, কিচেনার, থান্ডার বে, হ্যামিল্টন এবং গুয়েল্ফে।

জননিরাপত্তা বিশেষ করে স্কুল শিশুদের জন্য আমাদের আরও বেশি কিছু করতে হবে। পাশাপাশি লোকজনকে তাদের প্রয়োজনীয় চিকিৎসা পেতে সহায়তা করতে হবে। এ কারণেই আমরা চিকিৎসা ও নিরাময় ব্যবস্থা বড় পরিসরে সম্প্রসারণের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছি। একই সঙ্গে শিশু ও কমিউনিটিগুলোকে নিরাপদ রাখাও আমাদের দায়িত্ব।

অন্টারিও একটি আইনও আনতে যাচ্ছে। আইনটি পাস হলে মিউনিসিপালিটগুলোর জন্য অবৈধ মাদককে অপরাধ নয় বলা নিষিদ্ধ হয়ে যাবে। একইভাবে আইনটিতে মিউনিসিপালিটি অথবা যেকোনো সংগঠনের জন্য নতুন সাইট স্থাপন বা তথাকথিত ফেডারেল নিরাপদ সরবরাহ উদ্যোগে অংশগ্রহণও নিষিদ্ধ হবে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles