-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

শরীফ রহমানের সঙ্গে যা হয়েছিল

শরীফ রহমানের সঙ্গে যা হয়েছিল
শরীফ রহমান

১৭ আগস্ট, ২০২৩। শরীফ রহমানের জনপ্রিয় রেস্তোরাঁতে কারি হাউসে গ্রাহক অবশিষ্ট ছিলেন মাত্র তিনজন। সে সময় রেস্তোরাঁর সামনে রাস্তার ওপর ৪৪ বছর বয়সী শরীফ রহমানকে মারাত্মকভাবে আহত করা হয়। লন্ডন হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। আহত হওয়ার পর তিনি যে জ্ঞান হারিয়েছিলেন তা আর ফিরে আসেনি।

প্রথমে মনে হয়েছিল যে, খুনীরা বিল পরিশোধে করতে চাইছিলেন না। কিন্তু পুলিশের সূত্রগুলো মনে করছে, বিষয়টি এতোটা সরল নয়।

- Advertisement -

২০ আগস্ট পুলিশ জানায়, ৩০ জুলাই তারা সন্দেহভানদের গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারকৃতদের নাম, বয়স, হত্যারা সম্ভাব্য কারণ কিছুই জানানো হয়নি। সাম্প্রতিক সময়ে এটা একটি আপত্তিজনক প্রবণতা। উন্ডসরের ঘটনায়ও পুলিশ হত্যাকারীর নাম গোপন রেখেছিল।

১৯৭১ সালের ১৪ মে লিউবিকা টপিক যখন খুন হয় তখন তার বয়স মাত্র ছয় বছর। দারুণ গোয়েন্দা তৎপরতায় ২০১৯ সালে মামলাটি নিষ্পত্তি হয়। তবে ব্যক্তি গোপনীয়তার কথা বলে হত্যাকারীর নাম গোপন রাখা হয়। পরে উইন্ডসর স্টার ও নতুন পুলিশ প্রধান ফ্রাঙ্ক আর্থার হলের কারণে হত্যাকারীর নাম জানানো হয়। মামলাটি নিষ্পত্তি হওয়ার কয়েক মাস আগে তার মৃত্যু হয়। লিউবিকার হত্যাকারীর নাম গোপন রাখার যুক্তিসঙ্গত কোনো কারণ ছিল না। কিন্তু রহমানের খুনের বিষয়টি আলাদা।

নাম প্রকাশ না করার শর্তে একজন গোয়েন্দা বলেন, এখানে অনেকগুলো বিষয় কাজ করেছে।

এই হত্যাকান্ডের কোনো মানেই হয় না এবং এটা পুরো ওয়েন সাউন্ড এবং এর পার্শবর্তী এলাকাকে নাড়িয়ে দিয়েছিল। হত্যকা-ের সময় কমিউনিটি থেকে ব্যাপক সমর্থন মেলে এবং গোফান্ডমির মাধ্যমে রহমানের পরিবারের জন্য আড়াই লাখ ডলার তহবিল উত্তোলন করা হয়।
বাংলাদেশি বংশোদ্ভুত রহমান পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব গ্লাসগোতে। সেখানে তিনি আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে মাস্টার’স ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে তিনি কানাডায় চলে আসেন এবং ২০১৫ সালে কারি হাউস চালু করেন। দ্রুতই তিনি কমিউনিটি ফিক্সারে পরিণত হন এবং তহবিল সংগ্রহ ও বিভিন্ন কমিটিতে যোগ দেন। সেটা তার কোনো প্রতিবেশীকে সহায়তার করার প্রয়োজন হোক বা স্টেলার সিটিজেনকে। সমাজে এ ধরনের মানুষের অভাব খুব বেশি।

এই হত্যাকান্ডের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের সঙ্গে ১-৮৮৮-৩১০-১১২২ নাম্বারে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles