
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে, শেখ হাসিনা ভারতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
এ বিষয়ে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) “রিউমর স্ক্যানার” একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের অনুসন্ধানে জানা যায়, এটি একটি ভুয়া ভিডিও।
রিউমর স্ক্যানার জানিয়েছে, শেখ হাসিনার মৃত্যুর খবরটি সঠিক নয়। আসলে, ভিডিওটি একটি পুরোনো সড়ক দুর্ঘটনার দৃশ্যের সাথে অপ্রাসঙ্গিক ফুটেজ জুড়ে তৈরি করা হয়েছে। ওই সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল গত জুলাই মাসে ভারতে, তবে ভিডিওটিতে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।
বিশেষজ্ঞরা আরও জানান, ভাইরাল ভিডিওটি সুনির্দিষ্টভাবে বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে যায় যে এটি মিথ্যা তথ্যের অংশ, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে।