13.3 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

পানির ট্যাংকের ভেতরে লুকিয়েও রক্ষা পেলেন না আওয়ামী লীগ নেত্রী

পানির ট্যাংকের ভেতরে লুকিয়েও রক্ষা পেলেন না আওয়ামী লীগ নেত্রী - the Bengali Times
নাজনীন সরওয়ার কাবেরী

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকা থেকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে দেবপাহাড় এলাকার একটি ভবন থেকে তাকে আটক করা হয়। পুলিশের অভিযানের খবরে ওই ভবনের ছাদে রাখা পানির ট্যাংকে লুকিয়েছিলেন তিনি। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের ডিসি (দক্ষিণ) শাকিলা সোলতানা।

- Advertisement -

নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছোট বোন।

‘অ্যাক্সিডেন্টাল’ প্রধানমন্ত্রী বলা হয় ড. মনমোহন সিংকে‘অ্যাক্সিডেন্টাল’ প্রধানমন্ত্রী বলা হয় ড. মনমোহন সিংকে
ডিসি শাকিলা সোলতানা বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১টার দিকে নাজনীন সরওয়ার কাবেরীকে আমরা হেফাজতে নিয়েছি। তাকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

- Advertisement -

Related Articles

Latest Articles