13.9 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

সালমানকে ভালোবেসে সব টাকা শেষ করে ফেলেন সুস্মিতা!

সালমানকে ভালোবেসে সব টাকা শেষ করে ফেলেন সুস্মিতা! - the Bengali Times
সংগৃহীত ছবি

সালমান খান মানেই চমক। ভাইজানের ভক্ত সেলিব্রিটিরাও। অভিনেত্রী সুস্মিতা সেন সম্প্রতি সালমান খানকে নিয়ে তার একটি মজার ঘটনা শেয়ার করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, তিনি সালমানকে ঠিক কতটা ভালোবাসেন। ১৯৯৯ সালে ‘বিবি নং ১’ ছবিতে সালমানের সঙ্গে কাজ করেছিলেন সুস্মিতা। তবে অভিনেতার প্রতি নাকি কৈশোর থেকেই আলাদা আকর্ষণ ছিল। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ মুক্তির পর সালমানের প্রতি তার আবেগ আরও বেড়ে যায়।

শিপ্রা নীরজের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, একটা সময় তিনি তার সমস্ত হাত খরচের টাকা সালমানের পোস্টার কিনতে ব্যয় করতেন। বাড়ি সাজানোর সময়ও নিজে দাঁড়িয়ে থাকতেন, যাতে তার পরিবারের সদস্যরা পোস্টারগুলো ফেলে না দেন।

- Advertisement -

সুস্মিতা বলেন, ‘আমি হাত খরচের টাকা দিয়ে সালমানের পোস্টার কিনতাম। সেই সময় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ মুক্তি পেয়েছিল। তাই আমার কাছে সেই সিনেমার একটি পায়রার ছবিও রাখা ছিল। কারণ, একটাই সালমান খান ওই পায়রাকে ছুঁয়েছেন।’

এমনকী সুস্মিতার বাবা-মাও নাকি তাকে সবসময় ভয় দেখাতেন। হোমওয়ার্ক সময়মতো না হলে তারা পোস্টারগুলো ছিঁড়ে ফেলবেন। তাই তিনি সময়মতো পড়াশোনা ঠিক করে নিতেন। সুস্মিতার কথায়, ‘আমি মানুষটির প্রেমে পড়েছিলাম।’

‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির সাফল্যের মাধ্যমে সালমান খান রাতারাতি স্টার হয়ে যান। এর অনেক বছর পর ‘বিবি নং ১’-এর সেটে অভিনেতার সঙ্গে দেখা হয় সুস্মিতার। এরপর থেকে সুস্মিতা ও সালমানের বন্ধুত্ব জমে ওঠে। এমনকী সালমানের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর সুস্মিতা তাকে তার মনের কথাও জানিয়েছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles