4.7 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

হবু পুত্রবধূকে নিয়ে মাঝ আকাশে লাখ লাখ টাকা ছড়ালেন শ্বশুর

হবু পুত্রবধূকে নিয়ে মাঝ আকাশে লাখ লাখ টাকা ছড়ালেন শ্বশুর - the Bengali Times
ছবি সংগৃহীত

স্বপ্ন ছিল ছেলে বিয়ে দেবেন মহা ধুমধামে। শুধু তাই নয়, ছেলের বিয়ে স্মরণীয় করে রাখতে এমন কিছু করতে চাইলেন যা নিয়ে আলোচনা হবে গোটা শহর এমনকি সারা দেশেও। চিন্তামত সেই কাজই করলেন তিনি। ছেলে বিয়ের জন্য একটি বিমান ভাড়া করলেন। তবে হবু বৌমার বাড়িতে সেই বিমানে ছেলেকে পাঠানোর জন্য নয়, বিমান ভাড়া করেছিলেন হবু পুত্রবধূর বাড়িতে আকাশ থেকে টাকা ছড়ানোর জন্য।

সম্প্রতি এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। বেশ কয়েকটি সাংবাদমাধ্যমের প্রতিবেদন এবং সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে ঘটনাটি পাকিস্তানের সিন্ধ প্রদেশের হায়দরাবাদ শহরের।

- Advertisement -

ওই সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ের দিন পাত্রের বাবা একটি ছোট বিমান ভাড়া করে নিয়ে আসেন। তখনও সকলে বুঝতে পারেননি যে কী করতে এই বিমান ভাড়া করা হয়েছে। বিমানে লাখ লাখ টাকা (পাকিস্তানি রুপি) নিয়ে পুত্রের হবু শ্বশুরবাড়ির উদ্দেশে রওয়ানা দেন ওই ব্যক্তি।

পুত্রের হবু শ্বশুরবাড়ির ওপরে বিমানটি বেশ কয়েকবার চক্কর দেন। তার পর বিমান থেকে লাখ লাখ টাকা ছড়িয়ে দেওয়া হয় ছেলের হবু শ্বশুরবাড়ি লক্ষ্য করে। আকাশ থেকে টাকা পড়তে দেখে পাত্রীর বাড়ির লোকজনও অবাক হয়ে যান। রাশি রাশি টাকা পড়তে থাকায় সেগুলো নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও সেটির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই প্রথম নয়, বিয়েতে এ রকম অভিনব কিছু করার প্রতিযোগিতা দিন কয়েক আগেও দেখা গিয়েছে পাকিস্তানে। সেই ঘটনাটি ছিল কোটলা জাম এলাকার। লাখ লাখ টাকার মালা বানিয়ে বিয়েতে ভাইকে সেটি উপহার দিয়েছেন দাদা। সেই বিয়ে নিয়েও বেশ চর্চা হয়। এ বার বিমান থেকে টাকা ফেলার ঘটনা নিয়েও চর্চা চলছে সিন্ধ প্রদেশে।

সূত্র: আনন্দবাজার।

 

- Advertisement -

Related Articles

Latest Articles