13.9 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

শেখ হাসিনা সর্ম্পকে কী বললেন তসলিমা নাসরিন?

শেখ হাসিনা সর্ম্পকে কী বললেন তসলিমা নাসরিন? - the Bengali Times
ছবি সংগৃহীত

সদ্য পদত্যাগ করে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন আলোচিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সম্প্রতি ভারতীয় নিউজ১৮ বাংলা গণমাধ্যমের এক টকশোতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ইসলামপন্থিদের খুশি করতে শেখ হাসিনা তাকে দেশ থেকে বের করে দিয়েছিল। এখন তাদের চাপেই হাসিনা পালিয়ে গেলেন।

- Advertisement -

তিনি আরো বলেন, “শেখ হাসিনার আগেই সচেতন হওয়া উচিত ছিলো। শেখ হাসিনা ভুল করেছে, তিনি মৌলবাদীদের প্রশ্রয় দিয়েছেন। তিনি প্রচুর মসজিদ মাদরাসা করেছিলেন যেখানে জিহাদিদের জন্ম হয়েছে। যারা মৌলবাদী তাদের তিনি ওয়াজ করতে অনুমতি দিয়েছিলেন। যে ওয়াজের মাধ্যমে মানুষের বিশেষ করে যুব সমাজের মগজ ধোলাই করা হয়েছে। তারা মৌলবাদী হিসেবে গড়ে উঠেছে। তিনি মাদরাসার যে ডিগ্রি সেটাকে বিশ্ববিদ্যালয়ের সমমানের করে দিয়েছিলেন। তিনি যেহেতু নিবার্চন দেননি সেহেতু সাধারণ মানুষের সাথে তার যোগাযোগ বিছিন্ন হয়ে গিয়েছিল। তিনি যাদের নিয়ে সরকার চালাতেন, তারা খুব অসৎ লোক ছিল, প্রচুর দুর্নীতি করেছে। অনেক টাকা-পয়সা লুটপাট করে দেশ থেকে বেরিয়ে গেছে এবং বিদেশে মহা আরাম-আয়েশে থাকছে। সেগুলো আওয়ামী লীগের কারণে হয়েছে।’’

সরকার পতনের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘‘জনতা এতই ক্ষিপ্ত ছিল তাকে হয়তো মেরেই ফেলতো । সে কারণে তিনি চলে গেছেন। হয়তো এটাই ভালো হয়েছে। তিনি যদি চলে না যেতেন, পদত্যাগ করতেন, নির্বাচন দিতেন, তাহলে হয়তো উপায় ছিলো থাকার। যেহেতু তিনি পদত্যাগ করতে চাননি সময়মত, যখন দেখছেন যে জনতা এগিয়ে আসছে, মিছিল এগিয়ে আসছে, এবং এটা থামছে না , প্রতিদিনই চলছে, তিনি যে আদেশ দিয়েছিলেন পুলিশদের ছাত্রদের হত্যা করার সেটা করা একেবারে উচিত হয়নি । সেটা না করলে তিনি থাকতে পারতেন দেশে, নির্বাচন দিতেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতেন, তিনি হয়তো ভোট পেতেন না, কিন্তু বিরোধীদলে থাকতে পারতেন।’’

- Advertisement -

Related Articles

Latest Articles