7.3 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

প্রেমিকের কাছে শতবর্ষী আঙুর বাগান পেলেন জ্যাকুলিন!

প্রেমিকের কাছে শতবর্ষী আঙুর বাগান পেলেন জ্যাকুলিন!

সংগৃহীত ছবি

জ্যাকলিন ফার্নান্ডেজের আলোচিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর একর পর এক অদ্ভুত কান্ড ঘটিয়েই যাচ্ছেন। আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর বড়দিনে প্রেমিকাকে উপহার পাঠিয়েছেন। চিঠিতে লিখেছেন জ্যাকলিনের প্রেমের কাছে তাবড় নেশা ফিকে! ফ্রান্সের আস্ত একটি আঙুরের বাগান তাই জ্যাকলিনকে উৎসর্গ করলেন তিনি!

প্রেম মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয়। অনেকের মতে, সুকেশ চন্দ্রশেখর তার উদাহরণ। কখনও ঘোড়া, কখনও পারস্যের বিড়াল, কখনও প্রমোদতরী তো কখনও পশুদের চিকিৎসার জন্য হাসপাতাল— নায়িকার মন পেতে কী দেননি সুকেশ! ২০২৪-এর বড়দিনের উপহার বোধহয় সে সব ছাপিয়ে গেল। উপহারের সঙ্গী একটা চিঠি। সুকেশ লিখেছেন, ‘উৎসবে তোমার থেকে দূরে থাকতেই বড় বিরক্তি। যতই তোমার থেকে দূরে থাকি, তোমার ‘সান্তা’ হতে কে আটকায়!’ সেই জায়গা থেকেই তিনি এক বোতল আঙুরের রস থেকে মদিরা নয়, ফ্রান্সের ১০৭ বছরের পুরোনো একটি আঙুর বাগান উপহার দিয়ে দিয়েছেন।

- Advertisement -

সুকেশের চিঠির ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা পড়ে চোখ কপালে নেটিজেনদের। প্রেমিকাকে আদৌ কোনও দিন পাবেন কি না জানেন না। তার পরেও পাগলের মতো একের পর এক উপহার জ্যাকলিনকে দিয়ে যাচ্ছেন সুকেশ! অনেকে তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে বহু মানুষ অভিযুক্তের প্রেমের গভীরতায় বিশ্বাসী। জ্যাকলিন এ বিষয়ে বরাবরের মতই নীরব।

- Advertisement -

Related Articles

Latest Articles