8.1 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

বিপিএল নিয়ে অনিশ্চয়তায় মাঝে ‘বুড়োদের লিগে’ সাকিব

বিপিএল নিয়ে অনিশ্চয়তায় মাঝে ‘বুড়োদের লিগে’ সাকিব
ছবি সংগৃহীত

রাত পেরোলেই মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম আসর বিপিএল। যেখানে চিটাগাং কিংসের হয়ে মাঠে নামার কথা ছিল তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে রাজনৈতিক পট-পরিবর্তনের ফলে সেটা এখন অনিশ্চিত। যা বুঝতে পেরে নিজেকে বুড়োদের লিগে নাম লেখিয়েছেন সাকিব।

সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস ক্রিকেট ট্রফির (এলসিটি) দল দুবাই জায়ান্টসে নাম লিখেয়েছেন সাকিব। যা ফেসবুক পেজে পোস্ট দিয়ে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সাবেকদের এই লিগে জয়েন করায় আরও একটি বিষয় পরিষ্কার হচ্ছে। আর সেটা, সাকিব হয়তো ধরে নিয়েছেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ।

- Advertisement -

সাকিবের দল সবশেষ আসরের চ্যাম্পিয়ন। ওই দলে আছেন শ্রীলংকার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরাও। এছাড়াও খেলেছেন হরভজন সিং, স্যামুয়েল বদ্রিদের মতো সাবেক তারকারা। যদিও আসন্ন এলসিটি আসরের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে বিপিএলের শেষ দিকে এই আসর শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আগামীকাল (সোমবার) পর্দা উঠবে ২০২৫ বিপিএল আসরের। একাদশ আসর চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে আসরে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, স্পষ্টভাবে কিছু জানায়নি চিটাগাং কিংস।

 

- Advertisement -

Related Articles

Latest Articles