6.2 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

অনলাইনে প্রতারণার ফাঁদে পা দেয় যেসব মানুষ

অনলাইনে প্রতারণার ফাঁদে পা দেয় যেসব মানুষ
ছবি সংগৃহীত

অনলাইনে প্রতারণার শিকার হওয়া যে কারও জন্য হতাশাজনক এবং বিভ্রান্তিকর অভিজ্ঞতা। এই ধরনের প্রতারণার শিকার ব্যক্তিদের মাঝে এমন কিছু আচরণ দেখা যায়, যা তাদের ঝুঁকিপূর্ণ করে তোলে। মনোবিজ্ঞান বলে, এটি তাদের সরলতা নয়, বরং কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য, যা প্রতারকরা খুব সহজেই কাজে লাগায়।

অনেক মানুষ সহজেই অপরিচিতদের ওপর আস্থা রাখেন। এমনকি খুব আকর্ষণীয় অফার পেলেও তা যাচাই করার প্রবণতা কম থাকে। প্রতারকরা এই বিশ্বাসকে কাজে লাগিয়ে নিজেদের বিশ্বাসযোগ্য পরিচয় তুলে ধরে প্রতারণার ফাঁদ পাতে।

- Advertisement -

এমনকি যারা প্রযুক্তি বিষয়ে দক্ষ, তারাও কখনও কখনও প্রতারণার শিকার হন। কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় সতর্কতাকে কমিয়ে দেয়।

প্রতারকরা অত্যন্ত চতুরতার সঙ্গে এমন ইমেইল, বিজ্ঞাপন বা ওয়েবসাইট তৈরি করে, যা অভিজ্ঞ ইন্টারনেট ব্যবহারকারীকেও বিভ্রান্ত করতে সক্ষম।

অনেক সময় মানুষের সামাজিক স্বীকৃতির চাহিদা তাদের বিপদের দিকে ঠেলে দেয়। প্রতারকরা তাদের বিশেষ সুযোগ বা পুরস্কারের লোভ দেখিয়ে তথ্য হাতিয়ে নেয়। এই প্রবণতা আরও প্রকট হয় যখন কেউ অনলাইনে বন্ধুত্ব বা সম্পর্কের সন্ধান করে।

সস্তায় ভালো জিনিস পাওয়ার আকর্ষণও মানুষকে প্রতারণার শিকার করতে পারে। ‘সস্তায় ভালো পণ্য’ এর নামে প্রতারকরা তাদের ফাঁদ পাতেন। একইভাবে প্রতারণার সাধারণ পদ্ধতিগুলো সম্পর্কে অজ্ঞতা অনেকের জন্য সমস্যার কারণ হয়।

অনেক সময় মানুষের নিজেদের তথ্য সুরক্ষিত রাখার অভাবই তাদের ঝুঁকিতে ফেলে। ব্যক্তিগত তথ্য সঠিকভাবে সংরক্ষণ না করলে প্রতারকরা তা চুরি করে নানা অপব্যবহার করতে পারে।

এই প্রতারণার ফাঁদ থেকে মুক্তি পেতে আমাদের সচেতন হতে হবে। প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি সাইবার নিরাপত্তার বিষয়েও জ্ঞান অর্জন করতে হবে। মনে রাখবেন, অনলাইনে নিরাপত্তা সচেতনতা আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

- Advertisement -

Related Articles

Latest Articles