
বাংলাদেশে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে তুমুল জনপ্রিয়তা কুড়িয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। তাই তাকে নিয়ে অনুরাগীদের কৌতুহলেরও শেষ নেই। কার সঙ্গে প্রেম করছেন, কবে বিয়ে করছেন বরাবরই এসব নিয়ে এখন প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।
যাদের সঙ্গে অভিনয় করেছেন তাদের অনেকের সঙ্গে প্রেমের গুঞ্জনও উঠে ইধিকার। সেসব নিয়েই সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, যাদের বিপরীতে অভিনয় করেছেন সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে।
ইধিকা বলেন, ‘আমাকে কেউ কেউ এত ভালোবাসেন, তাই হয়ত আমাকে নিয়ে বেশি ভেবে ফেলছেন। আসলে আমাকে নিয়ে কোনও গঠনমূলক আলোচনা শুনলে আমি সেটা নিয়ে ভাবি। তবে এই ধরনের ঘটনায় বেশি ভেবে মেন্টাল পিস অ্যাফেক্টেড হতে দিলে কাজ করব কখন? আমায় সত্যি যারা ভালোবাসেন, তাদের উদ্দেশে বলি, আমি কিন্তু একেবারে সিঙ্গেল।’
এদিকে সম্প্রতি দেবের বিপরীতে ‘খাদান’ মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর। ছবিটি দারুণ ব্যবসাও করছে। এই ছবিতে কাজের অভিজ্ঞতার বিষয়ে ইধিকা বললেন, ‘এই ছবিতে কাজের সময়ে আমার প্রচুর প্রাপ্তি। মনে থেকে যাবে প্রচুর স্মৃতি, মজার অনেক মুহূর্ত। তাছাড়া দেব দা এত মজা করে, লেগপুল করে, যে কাজের চাপটা পুরো ভুলেই গিয়েছিলাম। দারুণ আনন্দে শুটিং করেছি সবাই।’