-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

বাণিজ্য চুক্তি নিয়ে মেক্সিকোর সমালোচনায় ডগ ফোর্ড

বাণিজ্য চুক্তি নিয়ে মেক্সিকোর সমালোচনায় ডগ ফোর্ড
কানাডা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর বাণিজ্য চুক্তি নিয়ে দেশটির কড়া সমালোচনা করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড

কানাডা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর বাণিজ্য চুক্তি নিয়ে দেশটির কড়া সমালোচনা করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। এক বিবৃতিতে চীনা কার, গাড়ির যন্ত্রাংশ এবং অন্যান্য পণ্যের পেছনের দরজা হওয়ায় মেক্সিকোর সমালোচনা করেছেন ফোর্ড। বিবৃতিতে তিনি বলেছেন, এগুলো কানাডিয়ান এবং আমেরিকান বাজারে ঢুকছে এবং কর্মীদের ঝুঁকিতে ফেলে দিচ্ছে।

ফোর্ড বলেন, মেক্সিকো যদি নিদেনপক্ষে কানাডিয়ান এবং আমেরিকান শুল্কের সঙ্গে সামঞ্জস্য রাখতে ট্রান্সশিপমেন্টের বিরুদ্ধে লড়াই না করে তাহলে বিশে^র সর্ববৃহৎ অর্থনীতিতে প্রবেশে তাদের সুযোগ থাকা উচিত নয়। এর পরিবর্তে আমাদের অবশ্যই দ্বিপক্ষীয় যুক্তরাষ্ট্র-কানাডা মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে সরাসরি আলোচনার মাধ্যমে ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদারিত্বকে অগ্রাধিকার দিতে হবে। এই চুক্তি কানাডিয়ান ও যুক্তরাষ্ট্রের কর্মীদের সবার আগে স্থান দেবে।

- Advertisement -

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই সমালোচনা করলেন ফোর্ড। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অন্যতম প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ। একই সঙ্গে ট্রাম্প বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। এর ফলে এই আতঙ্ক তৈরি হয়েছে যে, তার দ্বিতীয় মেয়াদে কানাডিয়ান অর্থনীতি ভুগবে। সেই সঙ্গে সীমান্তে অভিবাসীদের ঢল নামবে।

ইউএসএমসিএ নামে পরিচিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তি পর্যালোচনার জণ্য তোলা হচ্ছে। মেক্সিকো কিছু আইনি পরিবর্তন এনেছে, যার ফলে ট্রাম্প চুক্তির কিছু অংশ পুনর্বিবেচনার দাবি তুলতে পারেন। ট্রাম্পের উল্লেখযোগ্য কিছু নীতির মধ্যে রয়েছে, মার্কিনীদের চাকরি ফিরিয়ে আনা এবং চীনের সঙ্গে প্রতিযোগিতা বাড়ানো, যা মেক্সিকোর ক্ষেত্রেও করা হতে পারে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles