-5.5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

জামিন ব্যবস্থা সংস্কারের দাবি অন্টারিও পুলিশের

জামিন ব্যবস্থা সংস্কারের দাবি অন্টারিও পুলিশের
অন্টারিওর ৩৫ হাজার পুলিশ কর্মকর্তার প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠন জামিন ব্যবস্থা সংস্কারে আবারও ফেডারেল সরকারের প্রতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে

অন্টারিওর ৩৫ হাজার পুলিশ কর্মকর্তার প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠন জামিন ব্যবস্থা সংস্কারে আবারও ফেডারেল সরকারের প্রতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। পুলিশ অ্যাসোসিয়েশন অব অন্টারিও (পিএও), অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ অ্যাসোসিয়েশন (ওপিপিএ) এবং টরন্টো পুলিশ অ্যাসোসিয়েশন (টিপিএ) এ সংক্রান্ত যৌথ এক বিবৃতি দিয়েছে। টরন্টোর ইস্ট এন্ডে গোলাগুলির সময় ১৬টি আগ্নেয়াস্ত্র জব্দ এবং ২৩ জনকে গ্রেপ্তার করার পর এই দাবি জানাল সংগঠনগুলো। ওই ঘটনায় প্রায় ১০০ রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন তরুণ আছেন যার কাছে তিনটি নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র ছিল।

টিপিএ প্রেসিডেন্ট ক্লেটন ক্যাম্পবেল বলেন, সৌভাগ্যক্রমে সাম্প্রতিক ওই ঘটনায় আমাদের কোনো সদস্য আহত হননি। ডজন ডজন গুলি এলোপাতাড়ি ছোড়া হয়েছিল ওই সময়। এতে যেকোনো পথচারী গুলিবিদ্ধ হতে পারতেন। আমাদের সদস্যরা ক্রমেই হতাশ ও ক্ষুব্ধ হচ্ছেন। কারণ, একই অপরাধ বারবার করছেন এমন ব্যক্তিদের গ্রেপ্তারে জীবনের ঝুঁকি নিচ্ছেন তারা। আমাদের রাস্তার জরুরি বাস্তবতা ফেডারেল সরকার অনুধাবন করার আগে এ ধরনের আর কত ঘটনা ঘটতে হবে?

- Advertisement -

জামিন পাওয়ার কিছুক্ষণ পরই আবারও গ্রেপ্তারের সাম্প্রতিক আরও অনেক ঘটনার দিকেও ইঙ্গিত করেছে অ্যাসোসিয়েশনগুলো। ২০২২ সালের ডিসেম্বরে কনস্টেবল গ্রেজেগরিজ পিয়েরচালাকে গুলি করার ঘটনাও আছে এর মধ্যে। এই অপরাধে অভিযুক্ত ব্যক্তি হামলা ও অস্ত্র মামলার অভিযোগে জামিন নিয়ে বেরিয়ে আসেন।

পিএওর প্রেসিডেন্ট মার্ক ব্যাক্সটার বলেন, টরন্টোতে এই ঘটনার ফলাফল ভিন্নরকম হতে পারত। সৌভাগ্যবশত সেটা হয়নি। কিন্তু জামিন ব্যবস্থা সংস্কারে ফেডারেল সরকারের এটাকে বার্তা হিসেবে গ্রহণ করা উচিত, যাতে করে একই অপরাধ বারবার করা ও সহিংস অপরাধীরা জামিনে বেরিয়ে এসে আমাদের কমিউনিটির ক্ষতি করতে না পারেন। একই অপরাধ বারবার সংঘটনকারী এবং সহিংস অপরাধীদের জামিন নীতিমালা কঠোর করা হলে আমাদের কমিউনিটির সুরক্ষা ও নিরাপত্তা অগ্রাধিকার পাবে।

- Advertisement -

Related Articles

Latest Articles