-5.5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

কবিতাগুচ্ছ

কবিতাগুচ্ছ
কবিতাগুচ্ছ

🌿

মেয়েটির ভার্জিনিটি বিক্রির বিজ্ঞাপন

- Advertisement -

কেউ কেউ মেনে নিতে পারছে না।

.

মার্কেটিং পদ্ধতিতে গ্রাহকগণের আগ্রহবোধক চিহ্ন, অদৃশ্য!

.

শঙ্খ বাবুর মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

আমারও চোখ ঢেকে যায়!

.

বিজ্ঞাপন দখল করে নিচ্ছে পুরো বাসের শরীর,

রিকশার পশ্চাৎদেশ, টিভির নাটক,

সংবাদপত্রের মেরুদন্ড!

বদলে দিচ্ছে শিরোনাম।

.

ব্রার বিজ্ঞাপনের জন্য কোম্পানির কাছে উঠতি মডেল

বিলবোর্ডে মেলে দিচ্ছে পুষ্পিত স্তন।

.

ডিজিটাল প্রযুক্তিতে অনলাইনে পণ্য ছারপোকা হয়ে ঢুকে পড়ছে

ভোক্তাদের ভেতরে, বেডরুমে।

.

বদলে যাচ্ছে ভোক্তা, বদলে যাচ্ছে বিজ্ঞাপনের ভাষা।

——

টরন্টো,২২-২৩ জানুয়ারি, ২০২৪

তোমার শরীর জুড়ে

বসন্ত || সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿🌹🌿

ফুলক্ষেত। ধানক্ষেত। ফুলক্ষেত।

গাঁয়ে, গায়ে হেমন্তের গন্ধ। ঘ্রাণ।

যশোর, সাতক্ষীরা, ঝিনাইদাহে বিবিধ ফুলচাষ!

ট্রাক-ট্রাক ফুল, ট্রাক-ট্রাক ফাল্গুন

শাহবাগ থেকে সারাদেশে ছড়িয়ে দিচ্ছে বসন্তবাতাস

বসন্ত দিনে, স্বাগত দিনে

শেরপুর প্রেসক্লাবে পরীরা ছড়াচ্ছে পাঁপড়ি পারফিউম।

আহ আনন্দ! বাহ বসন্ত! বসন্ত বরণে

ট্রাক-ট্রাক ফুল, ট্রাক-ট্রাক ফাল্গুন

আপনি অথবা তুমিও এলে বাংলাদেশ বিমানে

কিছু কিছু কোকিল, কিছু কিছু বসন্তবোধক প্রশ্ন

তোমাকে পেয়ে অথবা

অথবা আপনাকে পেয়ে জাগলো সংরক্ষিত আসনে,

আবার রচিত হলো আম্র কাননের ইতিহাস।

আপনার আম বাগানে

নৃত্য করে বসন্তবাতাস,

আপনার শরীর জুড়ে বসন্ত আর আমের মুন্জুরি।

—-

ইস্তান্বুল, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

|| সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

দুই দু’গুণে এক। এটিই সত্য

দুই দু’গুণে তিন। এটাও সত্য

এই সূত্রে, সম্পর্কে

মিথ্যেগুলো স্বীকৃতি পাচ্ছে মধ্যরাতের অধিবেশনে।

সংখ্যালঘু সমর্ধনে বিল আকারে পাশ হচ্ছে-

আমাদের খৎনার সার্টিফিকেট।

—-

ঢাকা-টরন্টো আকাশপথে, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

আদর্শলিপি || সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

অঙ্গ-প্রতঙ্গের মতো প্রতিটি বর্ণ

মালার মতো সুন্দর, কাঠখোদাই শরীর।

.

অক্ষর আর অঙ্গ মূলত মুদ্রার দুই পিঠ

অনেকটা একই সুরসূত্রে যমজ!

.

আমার দেহ জুড়ে স্বরব্যন্জনে ছড়ানো-জড়ানো

‘অ’ থেকে ‘হ’।

আমি খুবই ক্ষুদ্র একটি আদর্শলিপি গ্রন্থ।

……

টরন্টো, ২১ ফেব্রুয়ারি ২০২৪

মৃত ভাস্কর্য 🌿 সাইফুল্লাহ মাহমুদ দুলাল

================

মাদারল্যান্ড থেকে বিমান বিদেশে যায়, ফিরে আসে হোল্ডিং নম্বরে; সেজদা।

তুমি ফিরবে না,

কোনো কোনো পাখি ফিরে না! যায় নিরুদ্দেশে;

আকাশের বাইরে, বাতাসের বাইরে

ইনফিনিটির দিকে…

.

পাখিপরী তুমি কি কোনো মায়াবী গাছের মায়ায় পড়েছো?

তুমি কি ব্যাংকে, তুমি কি অংকে

যোগ করছো, জীবন

বিয়োগ করছো, বীমা

গুণ করছো, নির্মলেন্দু গুণ

ভাগ করো ভগ্নাংশে অর্ধেক অর্ধাঙ্গীনী; বাকীটা জননী!

.

আংশিক অর্ধসত্য > তোমার (রঙিন) স্বপ্ন,

আংশিক অর্থমিথ্যে > তোমার (শাদাকালো) বাস্তব!

.

বাটিচালান দিলে তুমি কোন দিকে যাবে?

আকাশে

ক্লাশে

আশ্বিনে

ঘুমে

তোমার হোল্ডিং নম্বর কোথায়; কতো! মৃত।

.

ফিরে আসো।

ফিরে আসো কোনো গদ্যে নয়;  নাটকেও নয়

নাটক থেকে নাম প্রত্যাহার করো

ফিরে আসো শুধু কবিতায়।

—-

টরন্টো, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

রাজশাহী ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

প্যারিস রোডের অদূরে

তোমার আম বাগানে

বসন্ত চাষ করবো। কিনেছি কোকিল-চারা,

ঘরে আছে গৃহপালিত গ্রামোফোনের গান।

.

গানের সৌরভ আর আম্র মুকুলের বুনোঘ্রাণ

পরাগায়নে মিলে মিশে যাবে-

[বাতাসের শুক্রাণু + বৃষ্টিজলের ডিম্বাণু]

অজস্র মুকুল ঝরে সৃষ্টি হবে গন্ধম গাছ।

.

ঋতুবতী বসন্তোৎবে

যোগ দিবে পাখিকূল

আপাতত থাক জলঘাট, থাক কাকদের ইতিবৃত্ত।

.

বসন্ত, কোকিলের চারা এবং

তোমার আমফুলের ঘ্রাণগুলো রফতানি করবো-

বাতাসের দেশে।

———-

টরন্টো, ৪ মার্চ, ২০২৪

রিওয়াইন্ডং ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

মাটিচাপা মৃতজীবন। অন্ধ অন্ধকারে লাশ পঁচা বিদখঁটে গন্ধ!

গন্ধপ্রিয় ইঁদুর অন্ধকার খুঁড়ে আসছে,

শেয়ালও মাটি গর্ত করে নামছে!

উগলে আসা বমি-বমি ভাব

আতর-লুবানের গন্ধ ফুরিয়ে যাবার আগেই উভয় লিঙ্গ মুনকার-নাকিরের জেরা-জিজ্ঞাসাবাদ-প্রশ্নপর্ব শেষ।

চৌষসশট্টি প্রহর পূর্বে কোন এক শুক্রবার বাদ জুম্মা জানাজার আয়োজন ছিলো!

ধর্মীয় বিধির পূর্বে শেষস্নান, স্নানের আগে স্বজনের কান্না। শত্রুদের গোপন আনন্দ।

মনে পড়ে কি পড়ে না- হাসপাতালের দিনগুলো। ফুলগুলো।

জীবনের কাছে, যৌবনের কাছে, নিজের কাছে

ফিরে আসা

ফিরে আসা

ফিরে আসা

আর একটু পেছনে ফিরে গেলেই পুনর্জন্ম,

আর একটু পেছনে ফিরে গেলেই শাহবাগ। মিরপুর। মা।

মায়ের পেটে প্রত্যাবর্তণ নিরাপদ পৃথিবী। শান্তি!

ওঁম শান্তি!

ওঁম শান্তি!

ওঁম শান্তি!

——

টরন্টো ১০ মার্চ ২০২৪

তবু ভালেবাসো বাংলাদেশ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

তুমি তো ছেলেদের ভাষায় কথা বলছো,

ষ্ট্রাপ ডিকে লুকিয়ে রাখো  অথবা লালন করো

সেক্সড্রিম।

.

নারী দিবসেও তুমি নারী নও। ঘুমাও। এন্ট্রিসেক্সি!

পি সারো পি করো, পি ফ্যানেলে!

.

তুমি বিজ্ঞান নামছো না, হাদিস মানছো না,

বাংলাদেশ মানছো না!

গ্রুপে গ্রুপে ঘুমাও অথবা

কাঁদিয়া কাঁদিয়া সাধু ভাষায় জাগিয়া থাকো।

.

তবু তুমি ভালেবাসো বাংলাদেশ।

—-

টরন্টো, ৮ মার্চ ২০২৪

ওয়ান ওয়ে ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

ওয়ান ওয়ে’র মাত্র একটিই গন্তব্য থাকে

ফেরার পথ নেই, সমান্তরাল নয়

এক তরফা পৈত্রিকসূত্রে উত্তরাধিকার।

.

ঘুম আর জাগরণে দৈর্ঘ্য-দূরত্বও সমান্তরাল নয়।

তুমি ঘুমিয়ে থাকো

আমি জেগে থাকি।

—-

টরন্টো, ১২ মার্চ ২০২৪

সাদী মহম্মদ ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

সঙ্গীত সুন্দর, সঙ্গম সুন্দর, স্তনস্পর্শ সুন্দর

নি:সঙ্গম সুন্দর, নি:সঙ্গ = স্বসঙ্গও সুন্দর।

.

আমাদের কড়তালি,

সদ্য প্রসূত ভোরের শিশির, স্নাতকাত্তর দুপুর,

রাবিন্দ্রীক অপরাহ্ন, বিধবা বিকেল,

মরণোত্তর সন্ধ্যার রঙ রেখে

হাত তুলে ঝুলে যাও, চলে যাও কোন শাস্তি নিকেতনে?

সঙ্গীত, সঙ্গমের চেয়ে টিনেজার আবেগই কী আকর্ষণীয়!

.

আরে বোকা বুড়ো-বালক

তুমি একবার সাদী মহম্মদের গান শুনো

ভালো লাগবে।

সেরে যাবে জ্বর।

টরন্টো, ১৩ মার্চ ২০২৪

======

নাক কান গলা বিশেষজ্ঞ ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

তুমি এবং তোমার প্রোফাইল

একটি মিউজিয়াম।

.

নাকে নোলক দুলছে যেনো দড়িতে বাঁধা কুয়োর বালতি,

কানে ঝুমকো জবা,

গলায় কাঁচা ফুলের মালা। দেখতে দেখতে

.

ঘামকুচি ভেজা নাক; > নাকের নথ, নোলক

তোমার হরিণী কান; > কানে  দুল, চোখ, চুল

তোমার উল্কিতিলের গলা; > গলায় সাতনরি হার

মুগ্ধতায় দেখতে দেখতে,

মুখস্ত করতে করতে

আমি

নাক কান গলা বিশেষজ্ঞ হয়ে যাচ্ছি!

টরন্টো, ১৮ মার্চ ২০২৪

পরাগায়ন ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

তাহাদের সেক্স ছিলো, স্পর্শের মতো কম্পিত

অনাবিল আনন্দ।

ছিলো না কোনো ভুল বুঝাবুঝি,

ছিলো না ভালোবাসাবাসি।

.

সৌরভই ফুলের যৌনতা?

ফুলে ফুলে দূরত্ব; নি:সঙ্গম পরাগায়ন।

ফুলেরা ঋণী

বাতাসের কাছে, প্রজাপতি কাছে।

ফড়িংয়েরাও একদিন ফুল ছিলো।

—-

টরন্টো, ১৯ মার্চ ২০২৪

——

নিশিডাক ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

নিশুথি শহরে কোথায় যেনো ফুটেছে দুর্লভ নেবুফুল

তুমি কি নাক ডাকো?

তুমি কি আমার কাব্যগ্রন্থ পড়তে পড়তে

বুকে খোলা বই রেখে নিদ্রামগ্ন,

আমি তোমার ঘুমের মৃদু-মৃদু ঘ্রাণ পাচ্ছি।

.

শেয়াল-শকুনের নাকে…

মিড নাইট শিফটে মহল্লার টহলরত পুলিশও

তোমার নি:শ্বাসের সুবাস পায়, গুন গুন গান গায়।

তারা সন্দেহজনক ভাবে

ভাবে মেয়রের ঘুমন্ত শহরে আমিও ছড়াচ্ছি নেবুফুলের

সুগন্ধি ভাইরাস!

.

গ্রাম কিংবা শহরের গল্প এক নয়;

জলের আনন্দ মেখে কচুরীপানার মতো ভেসে যাই

চাঁদের স্তনের মতো নিশি জাগা নিয়নবাতির নিচে।

নিচে আমি র-ফলা হয়ে থাকি,

তুমি উপরে; রেফ’এর মতো উর্ধে অথবা চন্দ্রবিন্দু।

আমরা কখনোই যুক্তাক্ষর বা য-ফলা হতে পারি না!

.

বাঁদর নই, ঝিঁ ঝিঁ নেই, জোনাকি নেই এবং

আমিও অমাবস্যার সিঁদ কাটা সিঁদেল চোর নই,

(মাইনাস নাইন) তবু

নিশিডাকা ঘোরে ঘর ছেড়ে (ছুটি ছাড়াই) ছুটে যাই-

ভাত পোড়ার গন্ধে,

রাত পোড়ার গন্ধে,

নেবুফুল, ঘুমঘ্রাণ, শীতনেশা

শনিবার ৫০৬ বার নিয়ে যায় শহরের শ্মশানপুরে

পতিদাহ। পতিদাহে জ্বলছে শীতল জোছনা।

সে আরেক মিথোলজিক্যাল রূপকথা।

.

ভাতঘুম, রাতঘুম, শীতঘুম, নিদঘুম কতো কতো এতো ঘুম!

দিন দুপুরের চেয়ে রাত দুপুরই ভালো।

দিন দুপুরে ভয় জাগে। তোমার ভয়!

রাত দুপুরে ছড়িয়ে থাকে ঘুমের ঘ্রাণ, নেবুফুলের গন্ধ।

—-

টরন্টো ২২-২৪ মার্চ ২০২৪

রোববার কি লিপিয়ার! ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

সোম-মঙ্গল-বুধ-বৃহস্পতি-শুক্র-শনি

আছে কিন্তু সব বার,

নাই যে শুধু রোববার!

.

রবিবারের সন্ধানে তাই নিঁখোজ খুঁজি

পাই না তো হায়, বিশ কূলে!

মন বসে না স্কুলে!

.

সোম ও শনির মাঝ থেকে কি

একটি দিবস রবিবার-

হয়ে গেলো লিপিয়ার!

….

টরন্টো, ২৯ মার্চ ২০২৪

ঈদানন্দেও মন ভালো না ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

ঘুম পাড়ানি, ঘুম পাড়ানি

কোথায় তুমি থাকো,

রুনা মনি, সোনা মনির ঈদের দিনেও ঘুম আসে না

কোল-বালিশে রাখো।

ওর কপালে চাঁদের চুমু

চুল বুলিয়ে  দাও

ও যে এখন ঘুম কুমারী ঘুমের দেশে, ঘুমের ঘ্রাণে

কাছে ডেকে নাও।

ঈদানন্দেও মন ভালো না

মা-বাবা নেই, একা

নিজের ভেতর একলা থাকে। স্বপ্নে যেন রাজকুমারের

পায় সে একটু দেখা।

——

====•

মামলা ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

দেশ দখল। কাশ্মীর কাঁদে, জ্বলে জেরুজালেম।

স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে বড্ড ঝামেলা।

কেউ কেউ আমার কবিতাও চুরি করে নিজের নামে চমৎকার চালিয়ে দিচ্ছে। বাহবা নিচ্ছে!

.

স্বামীরাও বৈবাহিক সূত্রে দখল করে নেয় প্রেমিকা,

দেন মহর দিয়ে ক্রয় করে স্ত্রী!

এই সব অদৃশ্য দখলদারিত্ব নিয়ে কারো প্রতিবাদ নেই।

.

বিদেশে যারা থাকে,

তাদের ধন-সম্পদ নামে-বেমানে দখল হয়ে যায়, শুনেছি।

এবার তা শুধু হাড়ে-হাড়ে নয়; অস্থি-মজ্জা-মাংসে টের পাচ্ছি।

সাতানিপাড়া গ্রামের পৈত্রিকসূত্রের ভিটাবাড়ি আংশিক দখলে-বেদখলে।

মিরপুরের বাসাটাও হযবরল।

.

এবার ডবন্ধু ফারুকও গগণদস্যুর মতো

কবিতার কৌশলে আমার চন্দ্রভূমি নিজের নামে নকল দলিল করে

ঘোষণা দিয়ে টানিয়েছে সাইনবোর্ড:

‘ক্রয়সূত্রে এই চাঁদের মালিক সৈয়দ আল ফারুক।

অবতরণের পর নীল আর্মস্ট্রংয়ের মতো তার শরীরে আমি পুতে দিয়েছি আমার পতাকা’!

.

আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো

তখন মনে পড়ছিলো গাজী শামছুর রহমানের কথা।

.

কাঁদছে কাশ্মীর, জ্বলছে জরুজালেম

আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।

….

টরন্টো, মার্চ ২০২৪

—-

মেশিনের কবিতা ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

নায়গ্রার জলোৎস থেকে ধারাবাহিক পুতুল নাচের মতো নৃত্যরত বোতলপরীরা ইরান-তুরান সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে এসে সাত পাক ঘুরে সিল মেশিনের কাছ থেকে গলায় বরণ করে নিচ্ছে সেলোফিনের মালা। মালা বরণে প্রতিরাত মন্ত্রপাঠ হচ্ছে- তোমাকেই, তোমাকেই, তোমাকেই.…

তারপরও কোনো কোনো পরী বা নারী সেই ফাঁসমালা থেকে আত্মরক্ষায় কুমারী থেকে যাচ্ছে।

বাটারফ্লাই, তুমি কি সেই ভার্জিন ভোর!

——

টরন্টো, ২৫ মার্চ ২০২৪

অধিকার ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

‘হাচু আপু,

তোমার আব্বুকে আমি একটু আব্বু বলে ডাকি’

ইতিহাসে ঢুকে আছে ছোট ছোট ছোটগল্প।

.

আমার অসমাপ্ত আত্মজীবনীতেও থাকবে:

আচ্ছা বিবি হাওয়া, আজ আপনাকে

একটু ‘তুমি’ বলে ডাকি।

.

এ যেন সারাদিন ইংরেজি শুনতে শুনতে

একটু বাংলা শোনার তৃষ্ণা,

অথবা ভাতের গন্ধ, অথবা অধিকার।

—-

টরন্টো, ৪ এপ্রিল ২০২৪

পাঁচটি কবিতা ][ সাইফুল্লাহ মাহমুদ  দুলাল

ক/ট্রেন

🌿

মেইন স্ট্রিট সাবওয়ে দৌঁড়ে নামলাম স্ক্যালেটরে

পাতাল ট্রেনটির সাথে দেখা হলো কয়েক সেকেন্ড,

মহিলা ড্রাইভার মুচকি মুখে হাত নাড়িয়ে

দরজা বন্ধ করে দ্রুত চলে গেলো উড বাইনের দিকে

বাংলা সিনেমার নায়িকার মতো ছুঁড়ে দিলো ফুল।

.

মাথার উপর চক্কর খাচ্ছে জীবননান্দীয় ট্রাম।

—————

খ/ সাবিনা ইয়াসমিন

🌿

তুমিও সাবিনা ইয়াসমিন

কিন্তু সাবিনা ইয়াসমিন নও,

তুমি সামিনা ইয়াসমিন।

সুন্দর। শাদা অথবা রঙিন ফুল। তোমার গুণগান অদৃশ্য।

—————

৩/ ভ্রমণ

🌿

রোববারের বৈঠক বাতিল, চাকফি হচ্ছেনা

তাহলে কলম্বাসের সামুদ্রিক সাক্ষাৎকারটা নিয়ে আসি

তাঁর হাতে দিয়ে আসি

শিহাবের বৈঠার সমুদ্র সংখ্যা,

একটা পানখিলি খেয়ে আসি।

————-

৪/ নেটওয়ার্ক

🌿

তোমার ভেতরে আমার সিসি ক্যামেরা আছে,

আর আমার ভেতরে বসানো আছে  তুমি বিষয়ক একটি সফটওয়ার।

———-

৫/ খুন

একটা গোপন খুন করবো।

কোনো প্রতিশোধ বা শত্রুতার জন্য নয়,

.

বিপুল বিশ্বাস নিয়ে তারপর আমরা দু’জন

পূর্ণতা আর শুন্যতাকে সমান্তরাল করে

এক কাপ চা খাবো কোন এক সন্ধ্যায়।

.

বিকল্প ভিক্ষাভিত্তি ][ সাইফুল্লাহ মাহমুদ  দুলাল

🌿

বসন্তের বৃষ্টিতে ভিজছে ডিকশন রোড

কালো মেয়েটি বাসের অপেক্ষায়, বাসস্ট্যান্ডে।

শাদা মহিলা (হোমলেস) হাত পাতলো,

ভিক্ষার হাত-

কালো মেয়েটি মাথা নাড়িয়ে বিনয়ের সাথে ‘না’ করে।

শাদা মহিলা বলে:

তাহলে খুলে যাওয়া জুতোর ফিতে বেঁধে দাও!

.

স্বভাবে এ যেন বাংলাদেশ টেলিভিশনের প্রযোজকের

বিকল্প ভিক্ষাভিত্তি।

—-

টরন্টো, ১২ এপ্রিল ২০২৪

পহেলা বৈশাখ ][ সাইফুল্লাহ মাহমুদ  দুলাল

🌿

তিনশো পঁয়ষট্টি দিনের নির্যাসে বসন্ত-বর্ষার সন্ধিক্ষণে

চৈত্র সংক্রান্তি

আমরা যতটা ভালোবাসি বাংলাদেশের ঢোল,

কলকাতার দাদা-দিদিরাও

ততটা পান্তা-ইলিশের অংশ।

.

রমনা বটমূলের পহেলা বৈশাখ রফতানিমূলক সংস্কৃতি।

মনোমুগ্ধ মঙ্গলশোভা যাত্রার পর

ড্যানটোনিয়া পার্কে

অলিভিয়া চাও তুমিও অরুণা হায়দারের হাত ধরে কোমড় দুলিয়ে

আর একটু বাংলা নাচো,

জাস্টিন তুমিও তোমার শুভেচ্ছা বাণীতেবৈশাখে ছড়িয়ে দাও

বহুজাতিক রঙ, সর্বজনীন সৌরভ!

.

তোমাদের কপালে চন্দনের ফোঁটায় এঁকে দেবো বাঙালির বর্ণমালার চন্দ্রবিন্দু,

গলায় পরিয়ে দেবো সম্রাট আকবরীয় পোশাক ও পদক।

টরন্টো, ০১ বৈশাখ, ১৪৩১

ডালিম ফুল ][ সাইফুল্লাহ মাহমুদ  দুলাল

🌿

নারীফুল জ্বলজ্বল উজ্জ্বল ফুটে থাকে নীবরে নৈঋতে

মাতাল বাতাসে পুংপুষ্প দুলছে দখিনে

অথবা দখিন আফ্রিকায়।

.

হায়রে নিষ্ঠুর নিয়তি। পরাধীন প্রেম। স্বনির্ভরতা নেই

একই গাছে বাস, সহবাস। তবু দাম্পত্যে সহবাস নেই।

বনবিবির শাপে অভিশাপে

নারী থাকে নৈঋতে, আমি থাকি আফ্রিকায়!

.

পানি বাহিত, বায়ূ বাহিত বা বার্তা বাহক কবুতরের মতো স্বেচ্ছা সেবক প্রজাপতি

অবৈতনিক ভাবে বহন করে যৌনরেণু।

.

শিহরণ-শীৎকারের অপেক্ষায় অস্থির ডালিমফুল

দুলতে থাকে মাতাল বাতাসে।

——

টরন্টো, ১৫-১৬ এপ্রিল ২০২৪

গতকাল মৃত ছিলাম ][ সাইফুল্লাহ মাহমুদ  দুলাল

🌿

ঘুম একটা মৃত্যু, স্বল্পদৈর্ঘ্য। অস্থায়ী।

আরো আরো মৃত্যু আছে, বহু প্রকার।

.

তোমার সাথে কথা না হলে নিজেকে মৃত মনে হয়,

গতকাল সারাদিন ‘মৃত’ ছিলাম,

তৃষ্ণার্ত ছিলাম।

মৃতদের তৃষ্ণা মরা নদীর বুক ফাটা মাটির হাহাকার।

.

মাঝে মাঝে (বাংলা ভাষা ছাড়া) মারা যাই।

মরণের স্বাদ খুবই বিরক্তিকর তিতা,

তবে করলার মতো নয়।

করলা আমাদের দু’জনেরই প্রিয়; পছন্দ।

ভালোবাসি।

.

তোমার সাথে কথা না হলে মৃত-মৃত মনে হয়,

তুমি কী আমার নিজস্ব বাংলা ভাষা?

—-

টরন্টো, ১৯ এপ্রিল ২০২৪

পাপের জন্য প্রার্থনা ][ সাইফুল্লাহ মাহমুদ  দুলাল

🌿

আসো, একটু পাপ করি- দুই দিগুনে এক হয়ে জ্বলে উঠি পরীক্ষামূলক

!চিয়ার্স!

যা পূণ্যের অধিক সুন্দর, সুগন্ধি

যা পূণ্যের অধিক আনন্দ, ছওয়াব।

আগুনের অধিক [🔥] আগুন = কার্বন ডাই অক্সাইড

+জলীয় বাষ্প

+অক্সিজেন

+নাইট্রোজেন।

.

মন.শরীর.শিল্প.স্বপ্ন.বাস্তব.পরাবাস্তব

এবং পরীক্ষামূলক স্বর্গযাত্রা//তীর্থ ভ্রমণ।

এ পাপে গুনাহ নেই।  তওবা নেই*

পাপ আর পূণ্য উল্টে দিলেই পাল্টে যায়

M এবং W

.

মুদ্রা (€£¥$)

প্রচলনের পূর্বে ধান বা উদ্ভিদজাত পণ্যের

বিনিময়ের সূত্র ধরে

আমরা মন দিয়ে কিনবো দেহ! দেহের বিনিময়ে

বিশ্বাস।

দেহদান || চক্ষুদান> সেবাদান।

পাপ আকর্ষণী, পাপ লোভনীয়।

.

পাপী হতে হলে অর্জন করতে হয় আংশিক আকর্ষণ, আসো, আমরা অর্জন করি পূর্ণাঙ্গ {১০০%} বিশ্বাস।

….

টরন্টো, ২৪ এপ্রিল ২০২৪

ছাই ][ সাইফুল্লাহ মাহমুদ  দুলাল

🌿

তাহারা মূলত মাকাল

তাহারা (খাই খাই) ক্ষুধার্ত> গন্ধমখোর

জিহ্বার জল [লোভের লালা] টলটল।

এবং {তাহারা} অভিশপ্ত আগুনের অংশ, ছাই।

.

তাহারা লেসবিয়ান হোক।

অবিবাহিত থাক, চির কুমারী থাক!

.

আমাকে স্বর্গচ্যুত করে

বগল বাজাচ্ছে, ঢুগঢুগি বাজাচ্ছে, চটপটি খাচ্ছে

আর আমার এক পা গেঁথে গেছে মাটিতে

আরেক পা পাথর হয়ে মিশে গেছে- সিংহল পাহাড়ে।

.

অথচ নারী মানে আমি,

আমার শরীরের অংশ

তাহাদের জন্ম, পুনর্জন্ম আমার উচ্চাঙ্গ পাঁজর থেকে,

আমার নিম্নাঙ্গ নাভী থেকে।

—-

টরন্টো, ২৫ এপ্রিল ২০২৪

পিতৃহত্যায় পাপ নেই ][ সাইফুল্লাহ মাহমুদ  দুলাল

🌿

বাবা ভালোবাসতেন পশ্চিম পাকিস্তান

মা ভালোবাসতেন পূর্ব পাকিস্তান

দুই দেয়ালের মাঝখানে জেগে উঠে একটি সবুজ বৃক্ষ।

.

বাবার চেয়েও কী ভূমি-ভাষা

পিতার চেয়েও কী পতাকায় বেশি প্রেম?

ঋণের দীর্ঘ দ্বন্দ্বে

পবিত্র মাটির জন্য পিতৃহত্যায় পাপ নেই। বিজয়।

.

বৃক্ষটির পাতায় পাতায় অক্সিজেন

বৃক্ষের নাম- বাংলাদেশ।

——

টরন্টো, ২৬ এপ্রিল ২০২৪

=======================

ভাষা ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

পিতাকে বাবার মতো পাবার জন্য

মাকে আরো বেশি-বেশি জানার জন্য, বোঝার জন্য

মেয়েটি বোবাদের ভাষা শিখে নিয়েছে।

অথচ সে বোবা নয়; বধিরও না

যেহেতু তার মাতৃভাষা নেই, পিতৃ ভাষাও না!

.

জন্মের পর থেকেই সে দেখছে ইঙ্গিত আর ইশারা ভাষা,

সাইন ল্যাঙ্গুয়েজ।

.

হিব্রু নয়,

অভ্রু নয়,

এখন সে শিখতে চায় বৃক্ষের ভাষা, পাখির ভাষা,

বৃষ্টি এবং বাতাসের ভাষা, ষড়্রঋতুর ভাষা।

——-

টরন্টো, ৩০ মার্চ ২০২৪

মানুষকে ঘৃণা করতে শেখো ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

মানুষকে ভালোবেসে আমি অনেক দিন অনাহারে ছিলাম,

অনাহারের ভেতরে ক্ষুধা ছাড়াও অন্ধকার থাকে,

থাকে কুষ্ঠকাঠিন্য অর্থনীতি।

আর আগুনের ভাত ক্ষুধাকে ছাই বানিয়ে দেয়।

.

মানুষকে ভালোবেসে আমি বোবাজীবন থেকে বেরিয়ে এসে

ভাষা শিখেছি।

ভালোবেসে রাত দুপুরে কনকনে তীব্র শীতে জেরার্ড স্ট্রিটে স্নোতে ভিজেছি।

.মানুষকে ভালোবেসে আমি একবার হাইওয়ে হয়েছিলাম,

|| জোছনা হয়েছিলাম,

|| আয়ূর্বেদী হয়েছিলাম,

|| ঘড়ি হয়েছিলাম।

আরেক বার হয়েছিলাম নবাব-

পেয়েছিলাম সিরাজুদ্দৌল্লাহর পতন ও পরাজয়।

.

মানুষকে ভালোবেসে মায়ার বাঁধনে জড়িয়ে কেঁদেছি,

মানুষের জন্য রোপন করেছি বৃক্ষ।

মানুষের মঙ্গলের জন্য আমি মঙ্গলবার থেকে বেরিয়ে এসেছি,

উঠে গেছি ধর্মের উর্ধ্বে!

ভালো বাসতে বাসতে ফতুর করে দিয়েছি মানুষকে!

.

মানুষকে বিশ্বাস করে আমি হারিয়েছি জন্ম তারিখ!

মানুষকে বিশ্বাস করে আমি নিঃস্ব ও নি:সঙ্গ হয়েছি।

.

‘মানুষ মানুষের জন্য’ বিসর্জন দিয়ে

বিপুল অর্জনের পর আমি এখন মানুষকে ঘৃণা করি।

……..

টরন্টো, ১০ মে ২০২৪ ২০২৪

][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

আজ আমাদের শুয়ে থাকা রাত

বাকবাকুম পা খেলবে খেলা খ

পায়ের সাথে পা, হাতে হাতে হাত

বলবে কথা ক, চমকে থাকা, থ !

.

আজ আমাদের

এক সাথে শুবো

সৃষ্টিসূত্র ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

ঘৃণা-ক্ষোভ, রাগ-অভিমানের প্রজনন পদ্ধতি

কিছুটা অযৌন, অবায়ূবীয়

কিছুটা গাণিতিক।a+b=C

.

আঘাতেও আনন্দ আছে

চুম্বনেও মেশানো থাকে বিষ!

.

প্রতিক্রিয়া + পার্শপ্রতিক্রিয়া = ক্রিয়া

অথবা

দাতা>প্রথম পক্ষ : গ্রহীতা>দ্বিতীয় পক্ষ

অর্থাৎ

যিনি + তিনি = [ঘৃণা-ক্ষোভ, রাগ-অভিমান, ভালোবাসা]

a+b=C

.

কলম রোপন পদ্ধতিতেও মানুষ ভালোবাসে,

ঘৃণাও করে।

.

মানুষের নাম গাছ হতে পারতো।

—-

টরন্টো, ১৪ মে ২০২৪

মৃত বোনের মৃত্যু দিবস নেই ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

বিরাম চিহ্ন ওরফে কমার পরও কথা থাকে,

সমাপ্তি অনিবার্য ফুলিস্টপ। দ্বিখণ্ডিত মৃত্যু।

.

হাতের পাঁচ আঙুলের মতো মৃত্যু পাঁচ প্রকার

বৃদ্ধাঙ্গুলির মাত্রা মায়ের মৃত্যু

কনিষ্ঠা আমার ছোটবোন, বুবুবোন।

মধ্যমা ওরফে মিডিল ফিঙ্গারের মৃত্যু জীবনানন্দের মতো।

.

[আম্মার মৃত্যু  তারিখ: ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

২৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

২৭ জামিউল আউয়াল ১৪৪৫ হিজরি।]

কিন্তু মৃত বোনের মৃত্যু দিবস নেই, কোনো কবর নেই!

মারফতি মৃত্যুর ঘ্রাণ নেই।

.

কবরটা কী পরাণের গহীণে বুকের ভেতর,

কবিতার ভেতর?

টরন্টো, ১৪ মে ২০২৪

চিকিৎসকের সাথে প্রাসঙ্গিক যৌনালাপে গোপনীয়তা নেই,

প্রয়োজনে নগ্ন হতে হয়- ফুলের মতো

ধর্মগ্রন্থেও ফুটে থাকে নগ্নফুল।

.

নগ্নতা মশুর ডালের মতো উজ্জ্বল।

শুধু মানুষই পছন্দ করে দানা দানা মশুর ডাল।

.

আর কোনো প্রাণীর নগ্নতা নেই।

অসভ্য মানুষ নগ্ন শব্দটিকেও নগ্ন ভাবে !

.

যৌনতা অমূল্য সম্পদ।

নগ্নতাও হরপ্পার অমূল্য রত্ন।

—-

টরন্টো, ১৫ মে ২০২৪

কারো কারো হৃদয় চোখের

মনি দিয়ে তৈরি

কারো মন পাথরের বিচি,

সম্পূর্ণই বৈরী।

-সাইফুল্লাহ মাহমুদ দুলাল

চন্দ্রবিন্দু ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

আমাদের রূপকথার চাঁদকে মিথ্যা বানানোর অপচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র ষড়যন্ত্রমূলক চন্দ্রাভিযানের গল্প সাজিয়েছিলো ১৯৬৯ সালে।

.

নাটকের নীল আর্মস্ট্রং-এর স্বীকারাক্তি: ‘অভিনয় না করে উপায় ছিলোনা! আমি জোছনা বিরোধী নই!  আমার জন্মও রূপকথা থেকে’।

.

আমরাও চাঁদ ভালোবাসি। আমরা চন্দ্রবিন্দু বানিয়ে ধরে রেখেছি মাথার উপ্রে। চাঁদের আনন্দ-ঘ্রাণ ছড়িয়ে থাকে আমাদের বর্ণমালায়।

.

এই চাঁদ দখল, জোছনা বিক্রির গোপন তথ্য ফাঁস করেছে জুলিয়ান অ্যাসাঞ্জ। ধন্যবাদ জুলিয়ান।

.

এখন চাঁদ দেখার কমিটিতে থাকছে- নীল আর্মস্ট্রং, জুলিয়ান অ্যাসাঞ্জ এবং আমাদের জোছনা খালা।

—-

টরন্টো, ১৬ মে ২০২৪

খাদ্য পঁচে গেলে অখাদ্য। তৈরি হয় ব্যাক্টেরিয়া,

ভালোবাসার বিষাক্ত ব্যাক্টেরিয়া-ঘৃণা।

আক্রান্ত হবে।  যাপিত সময়ে ছড়িয়ে যাবে ব্যাক্টেরিয়া।

চাঁদের মতো তুমিও সাথে সাথে বিদেশে যাও

জীবন থেকে যাপন আলাদা

যাপন করছি জীবন।

বইমেলা ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

বইমেলা মূলত মুখরিত বর্ণমালার পাখিউৎসব

বইপাখি, পাঠকপাখি, লেখকপাখি, প্রকাশকপাখি

পাথিসব করে রব-

পাখিমেলা মুখরিত কলকাকলি।

.

নিউ ইয়র্কে পাখি সমাবেশ শেষে

ঝাঁক ঝাঁক পাখি বাতাস ভাঙতে ভাঙতে বাতাসের শ্রোতে

উড়োজাহাজের মতো উড়ে যাচ্ছে

দেশ দিগন্তে, দশ দিগন্তে।

.

হুদাপাখি প্রস্তুতি নেয় ভূস্বর্গ ভ্যাঙ্কুভারের দিকে-

দীপঙ্করপাখি এখন অনুবাদের সন্ধানে ম্যাক্সিকান গ্রামেগন্জে,

জেএফকে থেকে অস্ট্রেলিয়ান নিরাপাখি ফিরে গেছে নীড়ে,

মুনিরপাখি মিশে যাচ্ছে মেঘে-মেঘে ভিজে যাচ্ছে

পাখিছানার সন্ধানে,

যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সম্পর্ক মাপছে ফারুকপাখি,

লাটাই সুতার টানে ঘুড়ির মতো সজলপাখি,

আফজালপাখি, বন্যাপাখি ঘরে প্রত্যাবর্তণ।

.

পাতার মতো, পাখনার মতো শিহাবের উড়ন্ত দুই গ্রন্থহস্ত

খোলা বই আর উড়ন্ত পাখির পার্থক্য নেই

গ্রন্থগুলো জাদুপাখি বানিয়ে বাবল বানিয়ে

উড়িয়ে দিয়েছে কাইয়ূম চৌধুরী।

.

আমি উটপাখি। পাথরখাদ্য খেয়ে খেয়ে হাঁটতে থাকি

বাফেলোর দিকে, নায়গ্রায় দিকে!

—-

নিউ ইয়র্ক, ২৭ মে ২০২৪

==============

======

মে ২০২৪

=======================

স্নান ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

তোমাকে স্নান করাতে গিয়ে মনে পড়লো

মূর্তি নির্মাতাদের কথা।

যদিও তুমি মূর্তি নও। মূর্তমান ভাস্কর্য।

সপ্তধাতুর স্নানে, জলের ঘ্রাণে, আঙুলের স্পর্শে

তুমি দ্বিতীয় বার নারী হয়ে উঠলে।

টরন্টো ০২ মে ২০২৪

গ্লাভস ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

তোমার জন্য গ্লাভস কিনবো, সাইজ বলো

স্মল, মিডিয়াম, এক্সট্রা লার্জস?

জীবাণুমুক্ত ল্যাটেক্স সার্জিক্যাল গ্লাভস।

আমি তো জানতে চাইনি স্তনবুকের মাপ!

ই-স্বাক্ষর বনাম টিপসই ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

সারোগেসির জন্য প্রস্তুত

গর্ভভাড়া করেছি।

তবে ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশন’ নয়।

চাই আংশিক শারীরিক স্বীকৃতি।

শিহরণ।

.

ই-স্বাক্ষর নয়; টিপসই দেবো বৃদ্ধাঙুলের ছাপে।

টি হর্টনস ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

শীত প্রধান দেশের শীতকালীন বৃক্ষের মতো

আমরা এখন মৃত।

আমাদের মরে যাওয়া, আমাদের ঝরে যাওয়া

আমাদের মৃত দিনগুলো

কফিশপে খালি কাপের মতো হাহাকার!

.

কাপের ঠোঁটে লেগে থাকা চুম্বনগুলো

বাবলের মতো ফুঁ দিয়ে ইথারে-পাথারে

উড়িয়ে দিতে চাই।

তুমি চাও মৃত সময়গুলো গার্বেজবিনের কবরেই যাক।

জন্মের অস্তিত্ব ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

পৃথিবীর জন্মের কিছু দিন আগে

অপরাহ্ন শুঁকিয়ে সন্ধ্যা হচ্ছিলো, তুমি দেখছিলে-

জোনাকির প্রসবোত্তর বেদনা,

জোনাকির পেট থেকে জন্ম নিলো রাত্রি।

রাত ফুরোলো ভোর হলো-

ভোরের ভেতর থেকে বেরিয়ে এলো ঝলমলে পৃথিবী

চারিদিকে ছড়িয়ে পড়লো সুন্দরের গন্ধ,

সুরেলা নদী।

.

এখন প্রথম এবং একাধিক প্রশ্ন:

তখন বাতাস ছিলো না! সুরেলা নদীও ছিলো না

পৃথিবী জন্মের আগে অপরাহ্ন কোত্থেকে এলো?

তোমার উপস্থিতিই বা মা জোনাকির অস্তিত্বের বিষয়টিও নাস্তিকতা।

তোমার নামটা যেন কি? ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

তোমাকে ভুলে যাবার বিবিধ দোয়া শিখছি,

মন্ত্র পাঠ করছি

ভুলে থাকার সূত্র মুখস্ত করছি

নানান নিয়মাবলির প্রশিক্ষণ চলছে

ডাস্টার-রিমুভারের শিষ্যত্ব নিচ্ছি

ফরজিটান মিশ্রিত বিস্মৃতির আয়ূর্বেদিক চিরতা চাবাচ্ছি  মেডিকেশনে।

.

তোমার নামটা যেন কি?

মনে পড়ছে আবার মনে পড়ছেও না। ভুলে যাচ্ছি

আংশিক মনে পড়ছে!

.

১০০ থেকে উল্টো দিকে হাঁটছি…

… হাঁটতে হাঁটতে ৯ ৮ ৭ ৬ ৫ ৪ ৩ ২ ১ ০

আমার খুব ঘুম পাচ্ছে।

…..

টরন্টো, ৪ মে ২০২৪

🌹

মে দিবসের কবিতা ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

এই যে তোমাকে নিয়ে এতো  এতো ভাবনা-শ্রম,

এতো চিন্তা-শ্রম। এতো মিথ্যা-শ্রম। এতো ভাবি ভাবছি।

.

এটাও একটি মে দিবসের কবিতা।

—-

টরন্টো, পহেলা মে ২০২৪

=======

জুন

===============

আয়না ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

🌿

আয়নার সাথে আমাদের সম্পর্ক ভাবতে ভাবতে

আরো কিছু ভাবলাম।

ভাবনার শাখা প্রশাখায় গজালো পাতা, ফুটলো ফুল

ফল।

বহু বাস জীবন

বাস করি, বসবাস করি একা অথবা একসাথে।

বাতাসের ভ্রণের ভেতর, তোমার চিন্তার ভেতর-

বাস করি আগুনে, আয়নার অভ্যন্তরে।

আয়না আমাদের মা।

ইস্টইয়র্ক, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles