-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সর্বশেষ রাস্তা বন্ধ হতে যাচ্ছে!

ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সর্বশেষ রাস্তা বন্ধ হতে যাচ্ছে!
ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সর্বশেষ রাস্তা বন্ধ হতে যাচ্ছে

কানাডায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা মহা বিপাকে আছেন তা নতুন করে বলার কিছু বাকি নেই।

প্রথমে সরকার cap জারি করলেন IS এর ওপর। মানে কানাডায় যে পরিমাণ স্টুডেন্ট নেওয়ার টার্গেট ছিল তা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে।

- Advertisement -

তারপর যেটা করলেন সরকার, জারি করা হলো পোস্ট-গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য eligible হতে হলে তাদের মাস্ট “field of study” লিস্টের প্রোগ্রামে পড়তে হবে।

তারপর বলা হলো যে, কেউ তাদের সিলেক্টেড DLI মানে designated learning institute বদলাতে পারবেন না। যদি বদলান তবে সরকারের কাছ ফের স্টাডি পারমিটের জন্য আবেদন করতে হবে।

যেখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি বাঁধায় পড়েছেন তা হলো, তাদের CRS মানে comprehensive ranking system পয়েন্ট ম্যানেজ হচ্ছে না CRS অনেক বেশি হাই থাকার কারণে।

অনেকেই ওয়ার্ক পারমিট শেষ হওয়ার পরেও CRS স্কোর মিট করতে পারেন নি, আবার ওয়ার্ক পারমিটও বাড়াতে পারেন নি। ফলে মহা বিপদে আছেন তারা।

এই শ্রেণীর স্টুডেন্টদের একটা বড়ো অংশ করতেছেন কি, তারা কোনো উপায় না পেয়ে asylum seek করে থাকার চেষ্টা করতেছেন। এবং অনেকেই করেছেন সেটা। করার চিন্তাও আছে অনেকের। এটাই তাদের জন্য কানাডায় থেকে যাওয়ার শেষ রাস্তা মনে করতেছেন।

সরকার এ ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং কঠিন ব্যবস্থা নিচ্ছেন বলে জানা গেছে।

অন্টারিও’র Cambridge MP Bryan May বলেছেন, “the asylum process needs to be reserved for those who need it and those using it as a tool to skip traditional paths to immigration is unacceptable.”

অর্থাৎ তিনি বলেছেন, “রিফিউজি ক্লেইম শুধুমাত্র যাদের দরকার তাদের করা উচিত। অন্যদিকে যারা ইমিগ্রেশনের জন্য নির্দিষ্ট রাস্তা বাদ দিয়ে asylum seek একটা উপায় ভাবছেন সেটা গ্রহণযোগ্য না।”

তিনি আরো বলেছেন, “government is also aware of dishonest immigration consultants giving international students bad advice or misinformation, leading to a rise in asylum applications.”

অর্থাৎ তিনি এটা বলেছেন যে, “সরকার সেইসব অসৎ ইমিগ্রেশন consultantদের সম্পর্কে অবগত হয়েছেন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের খারাপ ও ভুল পরামর্শ দিচ্ছেন asylum seek করার জন্য।”

যদি কেউ ফলস asylum seek করে, তাহলে তাদের ফাইল প্রোসেস হবে না বলে জানিয়েছেন এই এমপি।

সুতরাং asylum seek যারা করছেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা, তারা বুঝে-শুনে করবেন। আপনাদের বা যে কারোর জীবনে সময়ের অনেক মূল্য আছে।

আপনারা যে সময়টা asylum seek করে নষ্ট করতে যাচ্ছেন, সে সময়টা অন্য দেশে বা নিজের দেশেও কাজে লাগানো যাবে।

কানাডাই একমাত্র দেশ হতে পারে না যে সবকিছুর বিনিময়ে সেখানে থাকতে হবে। তাই আমার পরামর্শ হলো, আপনারা যারা আসতে চান, আসার আগে সব ধরণের requirements জেনে আসবেন। আর যারা পড়তেছেন তারা requirements অনুযায়ী পড়ার বিষয় বা কাজ বদলে নিন।

যারা সবশেষ রাস্তা হিসেবে asylum seek এর কথা ভাবছেন, তারা আরেকবার ভাবুন। সরকার কিন্তু শক্ত হয়েছেন এ ব্যাপারে। জীবনে সময়ের মূল্য অনেক বেশি। কানাডা নয়।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles