
ট্রাম্প মেলানিয়া ও মাস্ক
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া মার-এ-লাগো ক্লাবে নববর্ষ উদযাপন করেছেন। এ সময় তাদের গান গাইতে এবং নাচতে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়, নববর্ষ উদযাপনের এই অনুষ্ঠানে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও ছিলেন। তাকেও হাত উঁচিয়ে নাচতে দেখা গেছে।
নববর্ষ উদযাপনে সেখানে গান চলছিল। মেলানিয়া ওই গানের তালে তালে গলা মেলাচ্ছিলেন এবং এদিক-ওদিক দুলে দুলে নাচছিলেন। একপর্যায়ে ট্রাম্প মেলানিয়ার হাত ধরে ঝাঁকুনি দেন। অপর আরেকটি ভিডিওতে দেখা যায় মেলানিয়াকে চুমু খাচ্ছেন ট্রাম্প।
ওই অনুষ্ঠানে ট্রাম্পের পাশেই নাচতে দেখা যায় ইলন মাস্ককে। তার সঙ্গে ছিল তার চার বছর বয়সী ছেলে। ইলন মাস্ক তার ছেলেকে কাঁধে নিয়ে আছেন। গানের তালে তালে নাচছেন ইলন মাস্ক আর তার ছেলে মাস্কের মাথায় ঢোল বাজাচ্ছে।