8.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যা করেন সেই মার্কিন সেনা

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যা করেন সেই মার্কিন সেনা - the Bengali Times
সংগৃহীত ছবি

লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে টেসলার সাইবারট্রাক বিস্ফোরণ হয়। গাড়িটি বিস্ফোরণের আগে নিজের গুলি দিয়ে আত্মহত্যা করেন ম্যাথিউ অ্যালান লিভেলসবার্গার (৩৭) নামে মার্কিন বিশেষ বাহিনীর সক্রিয় দায়িত্বরত ওই সৈনিক। এই ঘটনার ৬ দিন আগে ওই সেনার সাথে সম্পর্ক ছিন্ন করেন তার স্ত্রী।

পুলিশের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানায়, ম্যাথিউ ক্রিসমাসের পরদিন তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তার কলোরাডো স্প্রিংস বাড়ি ছেড়ে চলে যান।

- Advertisement -

কলোরাডো ছাড়ার পর ম্যাথিউ তুরো অ্যাপের মাধ্যমে একটি সাইবারট্রাক ভাড়া করে লাস ভেগাসে চলে যান। সেখানে নববর্ষের দিন ম্যাথিউ তার গাড়িটি ট্রাম্প হোটেলের সামনে পার্ক করেন। এরপর তার গাড়িতে রাখা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটিয়ে নিজের মাথায় গুলি করেন।.

মামলাটি নতুন দিকে মোড় নেওয়ায় তদন্তকারীরা আলাদা আলাদাভাবে বিভিন্ন সূত্র মেলানোর চেষ্টা করছেন।

এই বিস্ফোরণের স্থান এবং সময় হিসাব করে নিহত ওই সৈনিকের উদ্দেশ্য শুধুমাত্র ব্যক্তিগত ছিল নাকি এর সাথে রাজনৈতিক কোনো যোগসূত্র আছে তা মেলানোর চেষ্টা করছেন তদন্তকারী কর্মকর্তারা।

কারণ গাড়িটি একেবারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে বিস্ফোরিত হয়েছে। নববর্ষের কারণে হোটেলটি অতিথিতে পূর্ণ ছিল। এই বিস্ফোরণের কারণে হোটেলের অতিথিরা দিগ্বিদিক ছোটাছুটি করছিল। এছাড়া যে গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেটি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের মালিকানাধীন টেসলার তৈরি।

নিহত ম্যাথিউ সেনাবাহিনীর এলিট গ্রিন বেরেটস ইউনিটের সদস্য ছিলেন। এই বিশেষ বাহিনী গেরিলা যুদ্ধ ও অসাধারণ যুদ্ধকৌশলে দক্ষ। সন্ত্রাসীদের মোকাবিলায় তারা বিশেষ পদ্ধতি ব্যবহার করে অভিযান পরিচালনা করে। ২০০৬ সাল থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন লিভেলসবার্গার এবং কর্মক্ষেত্রে বিভিন্ন পদমর্যাদা অর্জন করেছেন।

মৃত্যুর সময় তিনি ছুটিতে ছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles