
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল জেলায় স্বামীর প্রেমিকাকে রাস্তায় ফেলে বেধরক পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক নারী। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে- মোহনলাল নামে এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে গিয়েছিলেন হোটেলে। কিন্তু মোহনের স্ত্রী তার পিছু নিয়েছিলেন। পরে হোটেলের রুমে হাতেনাতে ধরে দুজনকেই পুলিশের হাতে তুলে দেন তিনি।
এর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যম গুলোতে। ভিডিওতে দেখা যায়- স্বামীর প্রেমিকাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাকে হেলমেট দিয়ে পেটাচ্ছেন ক্ষুব্ধ ওই নারী।
আসানসোল দক্ষিণ থানার পুলিশ মোহন ও তার প্রেমিকা দুজনকেই আটক করে। অবশ্য পরে থানা থেকে তাদের জামিন দেওয়া হয়।