-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ, অতঃপর…..

বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ, অতঃপর.....
ছবি সংগৃহীত

সমকামিতায় বাধ্য করা, যৌন হয়রানি ও শিক্ষার্থীদের হেনস্তায় অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক হাফিজুল ইসলামের বিষয়ে সিদ্ধান্ত ‘আপাতত স্থগিত’ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত সেই শিক্ষক উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক। সর্বশেষ গত বছরের ২২ ডিসেম্বর ২৬৬তম সিন্ডিকেট সভায় এ বিষয়ক তদন্ত প্রতিবেদন নিয়ে পর্যালোচনা করা হয়। তবে সিন্ডিকেট সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

হাফিজুল ইসলামের বিরুদ্ধে সমকামিতায় বাধ্য করা, শিক্ষার্থীদের হেনস্তা ও যৌন হয়রানিসহ নানা অভিযোগ উঠলে গত বছরের ৮ অক্টোবর তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা মিললে গত বছরের ২৩ অক্টোবর তাকে বিভাগীয় সবরকম কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।

- Advertisement -

কমিটি সূত্র জানায়, হাফিজের বিরুদ্ধে সমকামিতা, যৌন হয়রানি, শিক্ষার্থী হেনস্তাসহ নানা অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা। তদন্তে সেসব অভিযোগের অনেকাংশেই সত্যতা মিলেছে। এ পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার বিরুদ্ধে তিন ধরনের শাস্তির সুপারিশ করে কমিটি।

আজহারীর মাহফিল ঘিরে কেন এত জিডি, যা বলছে পুলিশ?আজহারীর মাহফিল ঘিরে কেন এত জিডি, যা বলছে পুলিশ?
সিদ্ধান্ত স্থগিতের বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান বলেন, সিন্ডিকেটে বিষয়টি আলোচনায় এলে সেটি উপাচার্য স্থগিত রাখেন। উপাচার্য এ বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেননি।

- Advertisement -

Related Articles

Latest Articles