7.3 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

মামুনের চেয়ে সুন্দর পাত্র খুঁজছেন লায়লা!

 

মামুনের চেয়ে সুন্দর পাত্র খুঁজছেন লায়লা!

- Advertisement -

সম্প্রতি একটি অনুষ্ঠানে আলোচিত ও সমলোচিত লায়লা বলেছেন, “বিয়ে করার জন্য এখন মামুনের চেয়ে সুন্দর পাত্র খুঁজছি।” উপস্থিত সবাই এই কথা শুনে চমকে গেছেন এবং বেশ হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এই মন্তব্যের পর লায়লা আরো বলেন, “এটা মজা করেই বললাম। আসলে ভালো মানুষ খুঁজছি, যার সাথে জীবনটা ভালোভাবে কাটানো যাবে।”

বর্তমানে লায়লা বিয়ে নিয়ে খুবই সিরিয়াস এবং তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাত্রের ব্যক্তিত্ব এবং জীবনদৃষ্টিভঙ্গি।

এদিকে, সামাজিক মাধ্যমে লায়লার এই মন্তব্য নিয়ে চলছে নানা আলোচনা। তার ভক্তরা মনে করেন, লায়লা একজন সফল এবং মজার মানুষ, আর তার জীবনের সঠিক সঙ্গী খুঁজে পাওয়াটা সময়ের ব্যাপার।

প্রসঙ্গত, লায়লা ও মামুনের মধ্যে নানা গুঞ্জন থাকলেও, এখন পর্যন্ত তারা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles