-1 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

চুরি করতে এসে বাড়ির কর্ত্রীকে চুম্বন করে পালিয়ে গেল চোর!

চুরি করতে এসে বাড়ির কর্ত্রীকে চুম্বন করে পালিয়ে গেল চোর!
ছবি সংগৃহীত

চুরি করতে এসে টাকা বা গয়না না পেয়ে বাড়ির কর্ত্রীকে চুম্বন করে পালিয়ে গেল চোর! অদ্ভুত এই ঘটনা ঘটেছে মুম্বইয়ের মালাড এলাকায়।

গত ৩ জানুয়ারি রাতের অন্ধকারে মালাডে একটি বাড়িতে চোর ঢোকে। বাড়িতে তখন একাই ছিলেন মহিলা। ঘরে ঢুকেই ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় চোর। মহিলা তখন ঘুমোচ্ছিলেন। ঘরের ভিতরে খুটখাট শব্দে ঘুম ভাঙতেই দেখেন সামনে একটি আবছায়া মূর্তি দাঁড়িয়ে। ভয়ে চিৎকার করার চেষ্টা করতেই কাপড় দিয়ে তাঁর মুখ শক্ত করে বেঁধে দেয় চোর।

- Advertisement -

পুলিশ জানিয়েছে, মহিলার মুখ বেঁধে দেওয়ার পর তাঁর কাছে গয়না, টাকা, মোবাইল ফোন এবং এটিএম কার্ড দাবি করে চোর। কিন্তু মহিলা জানিয়ে দেন, কোনও কিছুই তাঁর কাছে নেই। চুরি করতে এসে মূল্যবান কোনও কিছু না পেয়ে হতাশ হয় সে। তার পর আচমকাই মহিলাকে চুম্বন করে দরজা খুলে চম্পট দেয়। চোরের এই কীর্তিতে হতভম্ব হয়ে যান মহিলা। পরদিন তিনি পুলিশের দ্বারস্থ হন। গোটা ঘটনা জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles