-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

ওয়েন গ্রেটজকিকে প্রধানমন্ত্রী পদে দাঁড়ানোর আহ্বান ট্রাম্পের

ওয়েন গ্রেটজকিকে প্রধানমন্ত্রী পদে দাঁড়ানোর আহ্বান ট্রাম্পের
কানাডিয়ান হকি কিংবদন্তি ওয়েন গ্রেটজকিকে কানাডার প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানাবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প

কানাডিয়ান হকি কিংবদন্তি ওয়েন গ্রেটজকিকে কানাডার প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানাবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আইস-হকি সার্কেলের পরিচিত নাম মহান ওয়েন গ্রেটজকিকে এইমাত্র ছাড়লাম। আমি বলেছি, ওয়েন, কেন তুমি কানাডার প্রধানমন্ত্রী পদে দাঁড়াচ্ছ না, শিগগিরই যিনি কানাডার গভর্নর হিসেবে পরিচিত হবেন। তুমি সহজেই জিতে আসতে পারবে। এমনকি তোমার প্রচারণারও দরকার হবে না। তার কোনো আগ্রহ নেই।

ট্রাম্প আরও বলেন, কানাডিয়ানরা যদি অবসরপ্রাপ্ত হকি খেলোয়াড়কে প্রধানমন্ত্রী পদে দেখার আন্দোলনে নামেন তাহলে তা দেখাটা হবে মজাদার।

- Advertisement -

এ ব্যাপারে বক্তব্য জানতে দ্য কানাডিয়ান প্রেস তার এজেন্টদের মাধ্যমে গ্রেটজকির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে।

বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর শুল্ক আরোপের ফলে সম্ভাব্য ক্ষতির দিকে সঠিকভাবেই দৃষ্টি নিবদ্ধ রেখেছে অটোয়া। কানাডাকে সংযুক্ত করা বা কেনার যে উপমা তাকে পাত্তা দিচ্ছে না তারা।

ট্রাম্প একই সঙ্গে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে তিনি আবারও তাকে কানাডার গভর্নর হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি এও দাবি করেছেন যে, দেশটি যদি আমেরিকার একটি রাজ্য হয় তাহলে কানাডিয়ানদের কর ৬০ শতাংশ হ্রাস পাবে।

গ্রিনল্যান্ড এবং পানামা খালকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার ইচ্ছার কথা জানিয়েও পোস্ট দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি বলেছেন, তাদের ব্যবসার আকার তৎক্ষণাৎ দ্বিগুণ হয়ে যাবে এবং সামরিকভাবেও তাদের সুরক্ষা নিশ্চিত হবে। যেমনটা বিশে^র কোনো দেশেই নেই।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles