-5.5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

জীবনযাত্রার ব্যয় নির্বাহে টরন্টোবাসীর আয় দরকার ঘণ্টায় ২৬ ডলার

জীবনযাত্রার ব্যয় নির্বাহে টরন্টোবাসীর আয় দরকার ঘণ্টায় ২৬ ডলার
জিটিএতে জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় মজুরি হচ্ছে ঘণ্টায় ২৬ ডলার

ন্যূনতম মজুরি বাড়লেও জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিলে এখনো তা যথেষ্ট নয়। নতুন এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

অন্টোবরের শুরুর দিকে অন্টারিওতে ন্যূনতম মজুরি ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে হয় ঘণ্টায় ১৭ দশমিক ২০ ডলার। আগে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ছিল ১৬ দশমিক ৫৫ ডলার।

- Advertisement -

কিন্তু অন্টারিও লিভিং ওয়েজ নেটওয়ার্ক (ওএলডব্লিউএন) বলছে, গ্রেটার টরন্টো এরিয়াতে স্বাচ্ছন্দে বসবাসের জন্য এখনো তা কম। তাদের প্রতিবেদন অনুযায়ী, জিটিএতে জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় মজুরি হচ্ছে ঘণ্টায় ২৬ ডলার, বর্তমান মজুরির চেয়ে যা ৮ দশমিক ৮০ ডলার বেশি। গত বছর জিটিএতে স্বাচ্ছন্দে বসবাসের জন্য ন্যুনতম মজুরি ছিল ঘণ্টায় ২৫ দশমিমক শূন্য ৫ ডলার।

নেটওয়ার্ক বলেছে, জীবনযাত্রার জন্য ন্যূনতম মজুরি হচ্ছে খাবার ও বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণে একজন প্রাপ্তবয়স্ক মানুষের কর-পূর্ব আয়। ভিন্ন ভিন্ন তিনটি পরিবারের জন্য এই উপাত্ত সংগ্রহ করা হয়। একটি পরিবার ছিল সাত ও তিন বছর বয়সী দুই সন্তানহ ৩৫ বছর বয়সী বাবা-মা, সাত বছর বয়সী সন্তাসহ একজন সিঙ্গেল প্যারেন্ট এবং একজন প্রাপ্তবয়স্ক সিঙ্গেল মানুষ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সাধারণ মূল্যস্ফীতির তুলনায় এই ব্যয় ১৮ শতাংশ বেড়েছে। জীবনযাত্রার জন্য মজুরি বৃদ্ধির কারণ ভাড়া বেড়ে যাওয়ার পাশাপাশি খাদ্য এবং জ¦ালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয়ের বড় ধরনের উল্লম্ফন।

এ বছর মূল্যস্ফীতি স্বাভাবিক হয়ে এলেও ২০২৪ সালের জন্য বেঁচে থাকার জন্য দরকারি ন্যূনতম মজুরি বেগেছে ৩ দশমিক ৪ শতাংশ। অন্যান্য প্রদেশের তুলনায় জিটিএতে বেঁচে থাকার জন্য ন্যূনতম মজুরি সবচেয়ে বেশি। এটা সবচেয়ে কম লন্ডন-এলজিন-অক্সফোর্ডে, ঘণ্টায় ১৯ দশমিক ৫০ ডলার। ২০২৩ সালে যেখানে ছিল ১৮ দশমিক ৮৫ ডলার। অর্থাৎ, বর্ধিত প্রাদেশিক ন্যূনতম মজুরির চেয়ে এখনো তা ২ দশমিক ৩০ ডলার বেশি।

২০২৪ সালে প্রদেশে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম মজুরির হিসাব করা হয়েছে তার মধ্যে গ্রেটার টরন্টো এরিয়াতে তা ঘণ্টায় ২৬ ডলার, গ্রে ব্রুস পার্থ হুরন সিমকো রিজিয়নে ২৩ দশমিক শূন্য ৫ ডলার, অটোয়াতে ২২ দশমিক ৮০ ডলার, ইস্ট রিজিয়নে ২১ দশমিক ৬৫ ডলার, ডাফেরিন গুয়েল্ফ ওয়েলিংটন ওয়াটারলু রিজিয়নে ২১ দশমিক ৩০ ডলার, হ্যামিল্টনে ২১ দশমিক ৩০ ডলার, ব্র্যান্ট হাল্ডিমান্ড নরফোক নায়াগ্রা রিজিয়নে ২০ দশমিক ৯০ ডলার, নর্থ রিজিয়নে ২০ দশমিক ৩০ ডলার, সাউথওয়েস্ট রিজিয়নে ১৯ দশমিক ৮৫ ডলার এবং লন্ডন-এলজিন-অক্সফোর্ড রিজিয়নে ঘণ্টাপ্রতি ১৯ দশমিক ৫০ ডলার।

- Advertisement -

Related Articles

Latest Articles