![তিন খারাপ তিন খারাপ](https://www.thebengalitimes.com/wp-content/uploads/2025/01/Picture13-1.jpg)
খারাপ। খারাপ। খারাপ। খারাপের মধ্যে নিমজ্জিত। কবিতা লেখা হচ্ছে না। জোর করে যা লিখছি, তা মন থেকে একটুও তৃপ্তি পাচ্ছি না। তবু প্রকাশকের তাড়া। পান্ডুলিপি দিতে হবে ১০ দিনের মধ্যে। সব অগোছালো। অবশেষে ভেবেচিন্তে মাস ভিত্তিক কবিতা ফেইসবুক থেকে উদ্ধারের উদ্যোগ নিলাম। সদ্য সমাপ্ত ডিসেম্বরে লিখিত ৭/৮টি কবিতা একত্রিত করলাম। পাঠক বন্ধুদের সাথে তা শেয়ার করছি।
============================
কবিতা ][ ডিসেম্বর ২০২৪
=========
খুন এবং ক্ষমা ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল
🌿
আজ একজন খুন হবো।
আরেক জন খুনী।
.
জীবন শেষে এসে দাঁড়িয়েছি দু”জন।
একজন ক্ষমা চাইবো, আরেক জন ক্ষমা করবো।
.
কে চাইবো, কে করবো? আমরা জানি না।
শুধু ভাবছি। প্রস্তুতি নিচ্ছি।
—-
ভাত-বাগানে ফুল ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল
🌿
ভালো বাসতে বাসতে বাসতে বাসতে অনেক অনেক দূরে
একটি লোনলি ফুলের মতো দুলতে থাকি, বাতাসে
.
উদ্যান ভর্তি এতো আনন্দ!
প্রতিটি ভোর বেজে উঠে অজস্র আলোর কনসার্ট
.
ভূমি বা বাগান বেহেস্তের একটি অংশ
তোমরা একদিন ভাত-বাগানে ফুটে থাকবে সালুনের মতো!
—–
টরন্টো, ২৬ ডিসেম্বর ২০২৪
—
হালাল লিভ টুগেদার ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল
🌿
মাছ এবং মাছরাঙ্গার গল্পটা হিল্লা বিবাহের মতো স্বল্পকালীন
তৃতীয় মাত্রার তৃপ্তি।
অল্পকালীন মুতাহও অনেকটা দ্বিতীয় পক্ষের অর্থনীতি!
নিকা শুন্যতার পরে পূর্ণতা, পূর্ণিমা।
কন্ট্রাক মেরিজ দ্বিপাক্ষিক বাণিজ্য।
দাসীপ্রথাও সিদ্ধ। নিষিদ্ধ নয়-
নিষিদ্ধ শুধু গন্ধম এবং হারাম লিভ টুগেদার।
হালাল প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শাদী।
—
সাড়ে সাত কোটি ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল
🌿
জননী যেমন স্বর্গ-স্বর্গ শান্তি। আনলিমিটেড
বিজয়| বৃষ্টি| ঘ্রাণ| অগ্নি| অর্জন| অক্সিজেন
.
আমাদের আরেকটি মা আছে, মায়ের মতো
ডাকি| প্রাণে রাখি| পরাণ পাখি| অন্তরে থাকে
নিষিদ্ধা| দুঃখিনী|
সাড়ে সাত কোটি
.
জলপানিতে ভাসমান জলকচুরি
জলন্ত| সাহস| চিৎকার| পরিচয়| গৌরব
বাঙালির অস্তিত্ব| আত্মা| আনন্দ| অহংকার
শেকড়|
সাড়ে সাত কোটি| পতাকা
.
জয়বাংলা, জয়বাংলা, জয়বাংলা
সাড়ে সাত কোটি
জ য় বাং লা জ য় বাং লা জ য় বাং লা
—
২০ ডিসেম্বর ২০২৪
—
১২ ডিসেম্বর ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল
🌿
মৃত্যুবার্ষিকীর মধ্যে কি যেন কি একটা থাকে
নেপথলিনের গন্ধ,
নির্বাচিত কবিতার মতো দোয়া
নাকি জোনাকপোকার নীল আলো
কি যেন কি রেখে গেছে
মা আমার!
.
পবিত্রতা নিয়ে ফেরেশতারা এসেছিলো
এক বছর আগে, এই দিনে
১২ ডিসেম্বর মা শীত হয়ে, কুয়াশা হয়ে, কর্পুর হয়ে যান।
—
বিশেষণ এবং বিশেষত্ব ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল
🌿
পদ্ধা (পদ্মা) বানান ভুল লিখলেও
ইলিশের স্বাদ বিন্দুমাত্র কমবে না,
সংবিধান সংশোধন করে কাঁঠালচাঁপার নাম পাল্টালেও তারতম্য হবে না
তার সুগন্ধ!
স্বাদসুগন্ধি বিশেষণ বংশোদ্ভূত।
.
আকাশীয় বংশোদ্ভূত চাঁদ তবু
নদীমাতৃক কবিতা বা মেয়াদোত্তীর্ণ মনেরও বিশেষণ নেই,
অথবা থাকলেও থাকতে পারে।
.
খচ্চরীয় ৩৬ জুলাই-এর বিশেষত্ব একটি অবৈধ আগুন!
——
টরন্টো ০৫, ডিসেম্বর ২০২৪
—
হাসিমার্কা কবিতা ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল
🌿
লোকটি হাসতে পারে না। তবু সারাদিন সারাক্ষণ হো হো করে হাসে।
কিন্তু হাসি হয় না। খোলা হাসির মাত্রা-মাধুর্য-সৌন্দর্য নেই
কারণে বা অকারণে
কোথায় কিভাবে, কখন, কোথায়
কি পরিমাণ, কতো মিটার হাসতে হবে, জানে না।
তার হাসির বহিঃপ্রকাশ থেকে
ছড়িয়ে পড়ে থুতু মিশ্রিত শব্দ।
তার অদ্ভুত হাসি নিয়ে অনেকেই হাসাহাসি করে
বাজে, কানে বাজে।
.
তিনি নামাজের আগেও হাসে,নামাজের পরেও হাসে
শনিবার হাসে, সাত দিন হাসে
উচ্চ স্বরে, নিন্ম স্বরে হাসে হো হো হো হো করে
বেসুরে গানের মতো কারণে-অকারণে হাসে
হাসতে হাসতে হাসিমার্কা মুখ থেকে দাঁত খুলে যায়
ভুলে যায়
প্যান্টের চেইন লাগাতে।
হাসি বিষয়ক মোনালিসাও সেই দৃশ্য আড় চোখে দেখেছে।
.
লোকটা চাকরি করে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে।
—-
মিল্কভিটা ][ সাইফুল্লাহ মাহমুদ দুলাল
🌿
ঘোষ বংশ রেডিও’র মত প্রায় বিলুপ্ত
গোয়ালা বাণিজ্য ছেড়ে এখন ভাবছে, হিন্দু শাখা খুলবে।
.
খাট কাঁপানো গল্পের গোয়ালিনী
ওলানে আকর্ষণ নেই।
.
ডাব থেকে নারকেলের গল্প থাক।
বাজারজাত হচ্ছে প্রযুক্তিকৃত হরেক রকমের মিল্কভিটা!
====
ইস্টইয়র্ক, কানাডা