9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

শাহরুখকে প্রেমিক হিসেবে দেখতে চান সানিয়া

শাহরুখকে প্রেমিক হিসেবে দেখতে চান সানিয়া
সানিয়া মির্জা ও শাহরুখ খান

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন কোনো ব্যক্তিকে নিয়ে বায়োপিক তৈরি করা হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তা হিট হয়ে যায়। আসলে মানুষ প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে সব সময় জানতে আগ্রহী থাকেন। স্বাভাবিকভাবেই তাই কোনো তারকার জীবন নিয়ে তৈরি বায়োপিক অনেক বেশি গ্রহণযোগ্য হয় মানুষের কাছে।

বলিউডের বায়োপিকের কথা বললেই মনে পড়ে সঞ্জু, এমএস ধোনি দা আনটোল্ড স্টোরি, মেরি কম, সাইনাসহ এমন বেশ কিছু জনপ্রিয় বায়োপিকের কথা। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল, সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নাকি তৈরি হতে চলেছে। তবে আরও একজন ক্রীড়াবিদ রয়েছেন, যার বায়োপিক তৈরি হওয়ার কথা বেশ কয়েক বছর ধরেই চিন্তাভাবনা করছেন পরিচালকরা। তিনি হলেন সানিয়া মির্জা।

- Advertisement -

ভারতের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা নিজের বায়োপিক নিয়ে বেশ কয়েকবার আগ্রহ প্রকাশ করেছেন।

বায়োপিক প্রসঙ্গে সানিয়া বলেছেন, আমি অনেকদিন ধরেই শুনছি আমার বায়োপিক নিয়ে চিন্তা ভাবনা করছেন পরিচালকরা। তবে এখনো পর্যন্ত আমার কাছে সরাসরি কোনো অফার আসেনি। আমি ততক্ষণ কোনো কথা বলতে পারব না যতক্ষণ আমার ম্যানেজাররা এসে আমাকে এই অফার সম্পর্কে কোনো কথা বলবেন।

বেশ কয়েক মাস আগে, কপিল শর্মা শো-এ উপস্থিত হয়ে সানিয়া মির্জা নিজের বায়োপিক নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। আড্ডা চলাকালে তিনি বলেন, মেরি কম প্রিয়াঙ্কা চোপড়া করেছেন, সাইনা করেছেন পরিণীতি, ওনাদের আর কোনো যদি বোন থাকে তাহলে আমার ভূমিকায় অভিনয় করতে পারেন। কেউ যদি না থাকে, আমি নিজেও অভিনয় করতে পারি।

সানিয়ার বায়োপিকে অভিনেতা হিসাবে কাকে দেখতে চান জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, আমি সবসময় শাহরুখ খানকে দেখতে চাই আমার প্রেমিক হিসেবে। তবে যদি অক্ষয় কুমার রাজি থাকেন সেক্ষেত্রেও আমার কোনো আপত্তি নেই। তবে যদি শাহরুখ বা অক্ষয় অভিনয় করেন তাহলে কিন্তু আমি নিজেই অভিনয় করতে চাই আমার বায়োপিকে।

শোয়েব মালিকের সঙ্গে ডিভোর্স হওয়ার পর এখন সিঙ্গল মাদার হয়ে ছেলেকে মানুষ করছেন সানিয়া। কাজ এবং ছেলে দু’জনকেই সমান সময় দিতে চান তিনি। একদিকে যেমন পেশাগত দিকে তিনি অঙ্গীরকারবদ্ধ তেমন একমাত্র ছেলে ইজহানকেও যতটা সম্ভব কোয়ালিটি টাইম দেন সানিয়া।

- Advertisement -

Related Articles

Latest Articles