5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

সৌদি আরবে ফুটবলারদের স্ত্রী-স্বজনদেরকে যৌন হয়রানির অভিযোগ

সৌদি আরবে ফুটবলারদের স্ত্রী-স্বজনদেরকে যৌন হয়রানির অভিযোগ
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন দানি রদ্রিগেজের স্ত্রী ক্রিস্টিনা পালভারা

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কাকে হারিয়ে ফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। যেখানে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা। কিন্তু বৃহস্পতিবার রাতের ওই ম্যাচ ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচের পর স্থানীয় সমর্থকদের বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগ করেছেন মায়োর্কার ফুটবলারদের স্ত্রী-স্বজনরা!

স্পেনের এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মায়োর্কার মিডফিল্ডার দানি রদ্রিগেজের স্ত্রী ক্রিস্টিনা পালভারা অভিযোগ করেছেন যে, ‘(স্টেডিয়াম থেকে) বের হওয়াটা ছিল বেশ জটিল। আমরা সন্তানদের নিয়ে একা ছিলাম এবং কোনো নিরাপত্তা ছিল না। সত্যিটা হলো এই দেশের কিছু পুরুষ খুব কাছ থেকে আমাদের ছবি তোলা শুরু করে এবং হয়রানিও করেছে।’

- Advertisement -

কিং আবদুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৩-০ গোলে জিতে নেয় রিয়াল। ম্যাচ শেষেই ঘটে এই অপরাধমূলক ঘটনা। ক্রিস্টিনা পালভারা আরও বলেছেন, ‘ডমিনিক গ্রিয়েফের স্ত্রী নাতালির সঙ্গেও একই ঘটনা ঘটেছে। আমার মেয়ে তখন ঘুমিয়ে পড়েছিল। খুবই অস্বস্তি লেগেছে আমাদের। আমাদের রক্ষা করার মতো কেউ ছিল না। বের হওয়াটা ছিল খুবই বাজে।’

সৌদি আরবের স্থানীয় পুরুষ সমর্থকেরা ফুটবলারদের স্ত্রীদের যে কতটা উত্যক্ত করছিলেন, সেটা শুনে শিউরে উঠতে হয়! মায়োর্কার গোলকিপার ডমিনিক গ্রিয়েফের স্ত্রী নাতালিয়া কালুজোভা বলেছেন, ‘কিছু পুরুষ আমাদের ভিডিও করেছে, ধাক্কা দিয়েছে, অযাচিতভাবে ছুঁয়েছে, আমাদের মুখের ওপর ফোন ধরেছে এবং ভিডিও করেছে!’

বিষয়টি নিয়ে মুখ খুলেছে মায়োর্কাও। ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় প্রায় ২৫০ জন হয়রানির শিকার হয়েছেন। মায়োর্কার একজন মুখপাত্র আলফনসো দিয়াজ এসপোর্তস বলেছেন, ‘নারীদের অযাচিতভাবে স্পর্শ করা হয়েছে, যেটা পুরোপুরি অগ্রহণযোগ্য। এমন ঘটনা যেন আর না ঘটে আয়োজকদের তা নিশ্চিত করতে হবে।’

- Advertisement -

Related Articles

Latest Articles