9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

গণঅভ্যুত্থানে বেওয়ারিশ লাশ নিয়ে যে মন্তব্য করলেন এই অভিনেত্রী

গণঅভ্যুত্থানে বেওয়ারিশ লাশ নিয়ে যে মন্তব্য করলেন এই অভিনেত্রী
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ৬টি লাশ বেওয়ারিশ অবস্থায় এখনো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রয়েছে বলে গতকাল শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল এ তথ্য জানায়। আর এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সরব হয়ে উঠলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

এ নিয়ে নওশাবা আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন ‘যারা দেশের জন্য প্রাণ দেন, তারা বেওয়ারিশ নয়, কখনোই! ওনারা আমাদের, আমরা ওনাদের, বাংলাদেশের!’

- Advertisement -

লাশের প্রাপ্ত তথ্য হলো- অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা নারী (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০), এনামুল (২৫)। লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসাবে লেখা হয়েছে আঘাত জনিত কারণে মৃত্যু। একজনের (এনামুল) মৃত্যুর কারণ হিসেবে উপর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহবাগ থানার পক্ষ থেকে আমাদের বলা হয়েছে লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের। তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা স্পষ্ট করেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ লাশগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। এই অবস্থায় উল্লিখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন, তবে তার পরিবারের সদস্যদের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles