12.7 C
Toronto
শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

‘মুম্বাইয়ে ফ্ল্যাট কিনতে শাহরুখ আমাকে বাধ্য করে’

‘মুম্বাইয়ে ফ্ল্যাট কিনতে শাহরুখ আমাকে বাধ্য করে’ - the Bengali Times
শাহরুখ খান ও মনীষা কৈরালা

মনীষা কৈরালা একজন নেপালি অভিনেত্রী। নেপালি রাজনীতিতে সুপরিচিত কৈরালা পরিবারে তার জন্ম। প্রকাশ কৈরালা ও সুষমা কৈরালার কন্যা এবং নেপালের ২২তম প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনি।

ভারতের হিন্দি ছবিতে কাজ করে জনপ্রিয়তা লাভ করেন মনীষা কৈরালা। কর্মজীবনে কৈরালা তিনটি ফিল্মফেয়ার পুরস্কার, একটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ ও একটি স্ক্রিন পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন। ২০০১ সালে নেপাল সরকার তাকে নেপালের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অব গোর্খা দক্ষিণ বাহুয় ভূষিত করে।

- Advertisement -

বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘দিল সে’ সিনেমায় অভিনয় করেছিলেন মনীষা। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিতে অভিনয় করেছিলেন প্রীতি জিনতাও। একসঙ্গে অভিনয় করার সুবাদেই শাহরুখের সঙ্গে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছিল মনীষার।

ক্যারিয়ারের শুরুর দিকে মনীষাকে সাহায্য করেন শাহরুখ খান। সম্প্রতি সেই কথা অকপটে স্বীকার করলেন মনীষা।

এক সাক্ষাৎকারে মনীষা কৈরালা বলেন, ‘শাহরুখ প্রথম দিন থেকেই আমার ভীষণ ভালো বন্ধু। আমার মনে আছে, তখন শাহরুখ থাকত মাউন্ট মেরি অ্যাপার্টমেন্টে। আমরা সবাই শাহরুখের ফ্ল্যাটে যেতাম এবং গল্প গুজব করতাম। আমি শাহরুখের দুই বছর আগে মুম্বাই এসেছিলাম, কিন্তু প্রথম দিন থেকেই আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল।’

মনীষা আরও বলেন, ‘মুম্বাইয়ে ফ্ল্যাট কেনার পরামর্শ আমাকে শাহরুখই দিয়েছিল। ও বলত যেহেতু আমরা মুম্বাইয়ের বাইরে থেকে এসেছি, তাই মুম্বাইতে একটি ফ্ল্যাট থাকলে কাজ করতে সুবিধা হবে।’

শুধু মনীষা কৈরালাকেই নয়, শাহরুখ খান তার প্রত্যেক বন্ধুকেই এভাবে প্রতিটি পদে সাহায্য করেছেন। বুঝিয়েছেন, স্বপ্ন কিভাবে দেখতে হয়। স্বপ্ন যদি বড় হয়, তাহলে আপনার জীবনও ঠিক সেইভাবে বড় হবে। শাহরুখের এই দৃষ্টিভঙ্গির কারণেই তিনি এতটা জনপ্রিয়।

- Advertisement -

Related Articles

Latest Articles