13.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ফেসবুকে পরিচয়, বান্ধবীকে নিতে হাইকোর্টে মার্কিন যুবক!

ফেসবুকে পরিচয়, বান্ধবীকে নিতে হাইকোর্টে মার্কিন যুবক!
হাইকোর্ট ছবি সংগৃহীত

মার্কিন যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের পর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে কক্সবাজারের এক তরুণীর। এবার ওই তরুণীর খোঁজ পেতে বাংলাদেশের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হারুন আসাদ মির্জা। পরে বক্তব্য শুনতে আগামী ২৬ জানুয়ারি মা-বাবসহ ওই তরুণীকে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।Travel packages

হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার (১৩ জানুয়ারি) রুলসহ এ আদেশ দেন।

- Advertisement -

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজার সদর উপজেলার ১৮ বছর বয়সী এক তরুণীর সঙ্গে পরিচয় হয় মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জার। এরপর দুইজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তবে সম্পর্কের বিষয়টি তরুণীর পরিবার জেনে যাওয়ায় বাধে বিপত্তি। পরিবারের চাপে একপর্যায়ে আসাদ মির্জার সঙ্গে ওই তরুণীর যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আইনজীবী তাসমিয়া নুহিয়া জানান, তরুণীর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে তরুণ বাংলাদেশে ছুটে আসেন। এরপর তিনি হাইকোর্টে রিট করেন। সোমবার আদালত ওই তরুণীর বক্তব্য শুনতে তাকে ২৬ জানুয়ারি হাজির করতে তার বাবা-মাকে বলেছেন। এছাড়া, কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

রুলে বাংলাদেশি ওই তরুণীকে বেআইনিভাবে আটকে রাখা কেন আইনবহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কক্সবাজারের পুলিশ সুপার, কক্সবাজার সদর থানার ওসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles