9.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

‘কাট’ বলার পরও অভিনেত্রীকে চুম্বন থামাননি বরুণ

‘কাট’ বলার পরও অভিনেত্রীকে চুম্বন থামাননি বরুণ
ছবি সংগৃহীত

বলিউডের বর্তমান সময়ের সেরা অভিনেতাদের একজন বরুণ ধাওয়ান। কিন্তু বিভিন্ন সময়ে নানান বিতর্কিত অবস্থা সৃষ্টি করেছেন এই নায়ক। যেমন, নায়িকাদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ অবস্থায় যাওয়া, আবার কখনো তাদের অপ্রস্তুত অবস্থায়ও ফেলে দেওয়ারও অভিযোগ রয়েছে বরুণের বিরুদ্ধে।

যেমন এর আগে কিয়ারা আদভানিকে ছবিশিকারীদের সামনে চুমু খেয়ে আলোচনার সৃষ্টি করেছিলেন বরুণ। আবার কৃতি শ্যাননকে আচমকা জড়িয়ে ধরে অভিনেত্রীকে অস্বস্তিকর অবস্থায়ও ফেলে দিয়েছিলেন।

- Advertisement -

এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক পুরোনো ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই নায়ক।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, এক ছবির শ্যুটিংয়ে অভিনেত্রী নার্গিস ফাকরিকে নিয়ে চুম্বন দৃশ্যের অভিনয় করছিলেন বরুণ ধাওয়ান। দৃশ্যটি নেওয়ার এক পর্যায়ে পরিচালক ‘কাট’ বলার পরও অভিনেত্রীকে চুম্বন থামাননি বরুণ। পরিচালক আরও কয়েকবার ‘কাট’ বলার পর অভিনেত্রীকে ছেড়ে দেন বরুণ।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বরুণকে নিয়ে তুমুল সমালোচনা করেন নেটিজেনরা। তাদের একজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘কাট বলার পরও অভিনেত্রীকে চুমু থামাননি বরুণ। এটি করে অবশ্যই নায়ক সীমালঙ্ঘন করেছেন।’

২০১৪ সালে ‘ম্যা তেরা হিরো’ এবং ২০১৬ সালে ‘ঢিসুম’-এ বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন নার্গিস ফাকরি। ধারণা করা হচ্ছে, ভাইরাল হওয়া সেই ভিডিওটি সেই দুই ছবির যেকোনো একটির শ্যুটিং হতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles