6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

স্ত্রী-বান্ধবীদের নিয়ে বিদেশ ভ্রমণের দিন শেষ হচ্ছে?

স্ত্রী-বান্ধবীদের নিয়ে বিদেশ ভ্রমণের দিন শেষ হচ্ছে? - the Bengali Times
বিদেশ সফরে নিয়মিতই বিরাট কোহলির সঙ্গী হন আনুশকা শর্মা ফাইল ছবি

দেশের বাইরে লম্বা সফর থাকলে ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীদেরকেও দেখা যায় সফরসঙ্গী হতে। অস্ট্রেলিয়ার মাটিতে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর এই সুযোগ আর দিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত আসতে পারে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’।

বোর্ডার-গাভাস্কার সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলিসহ ভারতের বেশির ভাগ ক্রিকেটারই ব্যর্থ হয়েছেন। তারপরেই তাদের বিপক্ষে কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে বোর্ড। ‘ইন্ডিয়া টুডে’ দাবি করেছে, অদূর ভবিষ্যতে বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রী-বান্ধবীদের নেওয়ার অনুমতি নাও দেওয়া হতে পারে। এমনও হতে পারে, ৪৫ দিনের সফরে দুই সপ্তাহ স্ত্রী-বান্ধবীদের থাকার অনুমতি দেওয়া হবে।

- Advertisement -

ভারতের অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের স্ত্রীকে সব ম্যাচেই মাঠ দেখা গিয়েছিল। সামনে এমন দৃশ্য নাও দেখা যেতে পারে। সাম্প্রতিক সময়ে কোহলিকে দেখা গেছে নিজের মতো যাতায়াত করতে। কিন্তু সামনে ক্রিকেটারদের টিমবাসে করে যাওয়া-আসা বাধ্যতামূলক করতে পারে বিসিসিআই। আসলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ভারতের ছিটকে যাওয়াটা মানতে পারছে না রজার বিনির নেতৃত্বাধীন বোর্ড।

শুধু ক্রিকেটার নয়, দলের সহকারী কোচদের নিয়েও বিসিসিআই কঠোর সিদ্ধান্ত নিতে পারে। প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেন অভিষেক নায়ার, মর্নে মরকেল এবং রায়ান টেন। তাদের চুক্তি তিন বছরের বেশি করা যাবে না বলে সিদ্ধান্ত আসতে। যদিও গম্ভীরের সঙ্গে চুক্তি তিন বছরের বেশি সময়ের, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল ভালো না করলে তাকে বরখাস্ত করা হতে পারে বলেও গুঞ্জন আছে।

- Advertisement -

Related Articles

Latest Articles